পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহারাণপুর ব্ৰহ্মা। দোয়াত ও কলম পাইলে বাটিতে একখান পত্র লিখিতাম, পহুছে দিতে পারে ভাল, নচেৎ ভু পয়সা অপব্যয় হইলে কিছু মারা যাবো না । বরুণ । “ইংরাজ রাজ্যে দোয়াত-কলমের অভাব নাই, ভারতের প্রত্যেক দোকানে প্রায় বিলাতি কালি, কাগজ, কলম বিক্রয় হইয়া থাকে।” বলিয়া পিতামহাকে একখানি পোষ্টকার্ড আনিয়া দিলেন । ব্রহ্ম ৷ এথানির দাম কত ? বরুণ | এক পয়সা মাত্র । ব্ৰহ্মা। বিস্ময়ে কার্ডখানির এ পিঠ ও পিঠ দেখিলেন। পরে তিনি হাণ্ডেলে নিব, বসাইতে গিয়া—“স্ল্যা ! কাটুতে হয় না?” এই কথা বলেন আর কৌতুকে বিস্ময়ে দম আটকে মারা যান। পরে বলিলেন, “বরুণ ! আমাকে বেশী করে ষ্টিলপেন নিব কিনে এনে দেও—স্বর্গে লইয়া যাইব । নচেৎ আর সমস্ত দিন পরিশ্রম করিয়া বাখারি চেচে চেচে কলম তৈয়ার করিতে পেরে উঠিলে ।” সাহারাণপুর একটি বিখ্যাত জেলা। এখানে গবর্ণমেণ্টের জজ আদালত প্রভৃতি যাহা আবশ্বক সমস্তই আছে। দেবগণ অপরাহ্লে নগরভ্রমণ করিয়া বিশেষ পরিতুষ্ট হইলেন এবং পুনরায় বাজারে প্রত্যাগমন পূর্বক কাঠের ফুলকাটা বাক্স দেখিয়া বিশেষ প্রশংসা করিলেন এবং প্রত্যাগমন সময়ে প্রত্যেকে এক একটি খরিদ করিয়া স্বৰ্গে লইয়া যাইবেন স্থির হইল । * বরুণ। “দেখ কৃষ্ণ, রাত্রিযোগে ধূমপান করিতে হইবে । অতএব এক পয়সায় দুইটা ম্যাচ, বক্স লওয়া যাকৃ” বলিয়া দুইটি খরিদ করিলেন। ব্ৰহ্মা। এক পয়সা দুইটি বাক্সের দাম ! এর চেয়ে আধ পয়সার গন্ধক কিনে ঘরে দেশলাই তৈয়ার করলে কি সস্তা পড়ে না ? বরুণ। “ইহার বিশেষ গুণ এই, ইহা জালিতে আগুনের প্রয়োজন হয় না, বাক্সের গাত্রে ধর্ষণ করিবামাত্র আগুন হয়।” বলিয়া, যেমন একটি কাঠি ঘষিলেন, অমনি দপ, করিয়৷ জলিয়া উঠিল । দেবগণ তদর্শনে বিস্ময়াভিভূত হইয়া “দেখি, আমি পারি কি না” বলিয়া ইনি একটি, উনি একটি জালেন আর কচি ছেলের মত ফিক ফিক্‌ করিয়া হাস্ত করেন । তৎপরে তাহারা ষ্টেশন অভিমুখে চলিলেন। 喇 সাহারাণপুরের ফুলকাটা ৰাক্স ৰণ্ড বিখ্যাত । 岛°