পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালি বরুণ। এই জয়কৃষ্ণ বাবুর বাটার পশ্চিম দিকে কাছারি বাটী। ঐ স্থানে গোপালেশ্বর নামক একটি শিব আছেন। জয়কৃষ্ণ বাবুর ন্যায় বিষয়কশ্বে এমন উপযুক্ত লোক বাঙ্গালায় দ্বিতীয় নাই ; ইহার স্মরণশক্তি অসাধারণ। কোন তালুকে কোন সনে কত টাকা অান পাই আদায় হইয়াছে, পর বৎসরে বিনা কাগজ পত্র দৃষ্টে বলিতে পারেন । * - দেবগণ আবার চলিলেন । যাইতে যাইতে বরুণ পিতামহের কানে কানে কি বলিলেন। পিতামহ তৎশ্রবণে “বিষ্ণু! য়T ! ব্রহ্মত্র !!” বলিয়া নিজ কপালে করাঘাত করিলেন । তাহারা এক স্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “জয়কৃষ্ণ বাবুর মধ্যম ভ্রাতা মৃত রাজকৃষ্ণ বাবুর বাড়ী দেখুন । র্তাহার ভাল আমগাছে বড় সখ ছিল । তিনি ভাল গাছের কলম প্রস্তুত করিয়া লোককে বিতরণ করিতেন । তাহার জ্যেষ্ঠ পুত্র হরিহর বাবু ওদিকে ঐ বড় বাড়ীটি করিয়াছেন । এমন সুন্দর বাড়ী কলিকাতার মধ্যে আছে কি না সন্দেহ । বাড়ীটি ৮.১০ বৎসর অবধি প্রস্তুত হইতেছে ; প্রায় ৮১০ লক্ষ টাকা বায় হইয়া গিয়াছে । বাড়ীতে গির্জার গম্বুজের ন্যায় ঐ একটি অংশ দেখিতেছেন, উহাতে একটা ঘড়ী চলিতেছে ; ঐ ঘড়ীটি হামিণ্টন কোম্পানীর দোকান হইতে বাবু সাড়ে চারি হাজার টাকা মূল্যে খরিদ করিয়া আনেন। অত্যুচ্চ গম্বুজের উপর রাখিবার কারণ এই—দূর হইতে লোকে দেখিতে পাইবে । দেবগণ জয়কৃষ্ণ বাবুর সহোদর ও বৈমাত্রেয় ভ্রাতৃগণের বাড়ী দেখিয়া ষ্টেশন অভিমুখে চলিলেন । যাইতে যাইতে বরুণ কহিলেন, "এক্ষণে বালি ও উত্তরপাড়ায় বিস্তর জমীদার হইয়াছেন।” ডাক্তার, উকিল, হাকিম, বি এ, এম এ, প্রভৃতিরও ছড়াছড়ি হইয়াছে। আজকাল এখানকার যে মুর্থ সেও • •৬• টাকা উপার্জন করিয়া থাকে। এক সময় বালির অবস্থা অতি শোচনীয় ছিল । তখন এখানে সুশিক্ষিত ও সুসভ্য

  • জয়কৃষ্ণবাবুর মৃত্যু হইলে তাহার স্থযোগ্য পুত্র রাজা প্যারীমোহন মুখোপাধ্যায় সি. এস. আই. মহোদয় পিতার বিবিধ সদগুণের অধিকারী হইয়া সমস্ত পৈতৃক বিষয়ের তত্ত্বাবধান করিতেছেন। ই হার ন্যায় মেধাবী, বিচক্ষণ ব্যক্তি বঙ্গসমাজে বিরল । ইনি কয়েকবার ছোটলাট ও বড়লাটের ব্যবস্থাপক সভায় সদস্ত নিৰ্দ্ধারিত হইয়াছিলেন —সম্পাদক ।

8 st