পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন লোকের নাম মাত্র ছিল না। এ স্থানের এত উন্নতির মূল স্বপ্রসিদ্ধ লড" পদ্মলোচন মুখোপাধ্যায়। & ইন্দ্র । পদ্মলোচন মুখোপাধ্যায়ের পূৰ্ব্বে আবার একটা লভ কেন ? বরুণ। ইনি এমন পরোপকারী ও সত্যবাদী ছিলেন যে, সাহেবেরা দেখিয়া মুগ্ধ হইয়া ঐ উপাধি প্রদান করেন। ব্ৰহ্মা। তুমি লডের জীবনবৃত্তাস্ত আমাকে শুনাও । বরুণ। ইনি ১১৮৫ সালে (১৭৭৮ খৃঃ অব্দে ) বালিগ্রামে জন্মগ্রহণ করেন, ই হারা জাতিতে ব্রাহ্মণ । পিতার নাম গোকুলচন্দ্র মুখোপাধ্যায়। ইনি পাঠশালায় পাঠ শেষ করিয়া জানবাজারের “ফ্রি” স্কুলে ইংরাজী শিক্ষা করিতে আরম্ভ করেন । বিদ্যালয় পরিত্যাগ করিয়া কলিকাতার কোন সওদাগরের বাড়ীতে সামান্ত বেতনের একটী চাকরী করেন। ইহার পর রেভিনিউ অফিসে ১৫ টাকা বেতনে কেরাণী হন। সাহেবের তাহার বিদ্যা বুদ্ধি দর্শনে সন্তুষ্ট হইয় ঐ আফিসে একশত টাকা বেতনে রেজিষ্ট্রারের পদে তাহাকে নিযুক্ত করেন। ঐ পদের এই প্রথম স্থষ্টি হয়। পদ্মলোচন বাবু এই সময় বালিতে বিদ্যালয় না থাকায় গ্রামস্থ সকলকে অসভ্য ও মূখ দেখিয়া নিজের ব্যয়ে একটা বিদ্যালয় সংস্থাপিত করেন । বিদ্যালয়ের বালকদিগকে বিনা বেতনে পড়ান হইত। এইরূপে ছাত্রেরা অল্প অল্প লিখিতে ও পড়িতে পারিলে তিনি তাহাদিগকে লইয়া গিয়া নিজের অফিসে চাকরী করিয়া দিতেন । সাহেবেরা ইহার বেতন বৃদ্ধি করিয়া দিবার চেষ্টা করিলে কহিতেন “আমি যাহা প্রাপ্ত হই, তাহাতে আমার একপ্রকার চলিতেছে, অতএব আমার অধীন অল্প বেতনের কেরাণীদিগের বেতন বৃদ্ধি করিয়া দিলে ভাল হয়।” সাহেবেরা তাহার সত্যবাদিত ও পরোপকারিতা দর্শনে মুগ্ধ হইয়া লণ্ড উপাধি প্রদান করেন। ইনি হিন্দুধৰ্ম্মে বিশ্বাস করিতেন এবং শেষ বয়সে পেন্সন লইয়া তীর্থ ভ্রমণে যাত্রা করিয়াছিলেন । তীর্থ হইতে প্রত্যাগমন করিয়া ১২৭৭ সালে ( ১৮e • অব্দে ) ৬৭ বৎসর বয়ঃক্রমকালে মৃত্যুমুখে পতিত হন । নারা । বালিতে আর কি আছে ? বরুণ। উত্তরপাড়ায় “হিতকরী সভা” নামে একটি সভা আছে। এ সভার দ্বারা দেশের যথেষ্ট হিত সাধিত হইয়াছে। বালিতে অনেক ব্রাহ্মণের বাস আছে। দেবগণ ষ্টেশনে আসিয়া টিকিট ক্রয় করিলেন। যথাসময়ে ট্রেন আসিল এবং সকলে কষ্টে স্বষ্টে স্থান সংকুলান করিয়া লইয়া বসিলেন । శ్రీ eళీs