পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালি গঙ্গা । ই বাবা ! কলের গাড়ী আমার সপত্নী হয়েছে । আমি সকল বর্ণ, সকল পাপী ও সকল ধৰ্ম্মাক্রান্ত ব্যক্তিকে সন্তোষের সহিত কোলে স্থান দান করিতাম, এক্ষণে সে সেই কাজ করিতেছে। পূৰ্ব্বে নৌকাদিতে আমার উপর দিয়া বাণিজ্যদ্রব্যাদি অসিত বলিয়া মহাজনের সময়ে সময়ে শ্রদ্ধা ভক্তির সহিত আমার পূজাদি করিত , এক্ষণে সে সেই দ্রব্যাদি বক্ষে বহন করায় আমার সে মুখটুকুও গিয়াছে। আমার জলে জীবন ত্যাগ হইলে লোকের স্বৰ্গপ্রাপ্তি হয়, এজন্য যে একটা ভক্তি ছিল, তাহাও দিন দিন যাইতেছে। কারণ, সে জীবগুলোকে সজ্ঞানে বহন ক’রে স্বৰ্গদ্বার বারাণসী প্রভৃতি স্থানে সদ্যই রাখিয়া আসিতেছে। তাহার স্বখের দশা দেখে আমার হাঙ্গর কুম্ভীর প্রভৃতিগুলো ষ্ট্রেশনমাষ্ট্যর প্রভৃতি রূপে গিয়া ওখানে বিরাজ করিতেছে। আমার চুনাপুটরাও সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কেরাণী রূপে বিরাজ করিতেছে। ধীবরেরা তথায় যাইয়া উচ্চ উচ্চ পদ পাইয়া মধ্যে মধ্যে ক্ষেপলা ফেলে সেই সমস্ত চুনাপুটার প্রাণ লইতেছে। পিতঃ ! আমার সকল মুখই গিয়াছে, দুঃখ ভোগের জন্য আর কেন এখানে রেখেছেন ? আমি একে মনের দুঃখে কাতর, তাহার উপর আবার বৃদ্ধ পিতা মাতা আসিয়া প্রাণাধিক পুত্রকে বিসর্জন দিয়া আমার তীরে বসিয়া কাদিতেছে, পতি আসিয়া পত্নীকে চিতার উপর শয়ন করাইয়া শোকে তাপে কঁদিতে কঁদিতে সেই জলস্ত চিতাতে লাফাইয়া পড়িবার চেষ্টা করিতেছে ; স্ত্রী আসিয়া জীবনাধিক স্বামীকে এই স্থানে রাখিয়া কপালে করাঘাত ও ক্ৰন্দন করিতেছে ; বাবা ! আমার যখন সবই গিয়াছে, এগুলো আর দেখতে হয় কেন ? আর আজকাল দেশেরই বা এমন দশা কেন ? আগে ত বুড়া মা বাপকে ফেলে উপযুক্ত ছেলে পলাত না, আগে ত পতি পত্নীকে অসময়ে অসহায়া ক'রে চলে যেত না, আগে ত স্ত্রী পতির প্রতি বিমুখ হয়ে অসময়ে পতিকে এমন কাদাত না । বাবা । আজকাল দেশের দশা কেন এমন হ’লো ? কালের পরিবর্তনে কি তোমার হাতের লেখাও ফিরে দাড়িয়েছে ? ব্ৰহ্মা । না মা ! আমার লেখা ঠিকই আছে। তবে লোকে শারীরিকু নিয়ম লঙ্ঘন করায় ঐক্সপ ঘটিতেছে। যাহা হউক, ভাগীরথি ! তোমার কষ্ট শুনে মনে বড় কষ্ট পেলাম। সকলই অদৃষ্ট । তুমি অদৃষ্টের উপর নির্ভর করিয়া মনের কষ্ট দূর কর । - গঙ্গা । অদৃষ্ট সত্য, কিন্তু আমার মত দুরদৃষ্ট কার ? দেখ বাবা ! ঐ যে ፀ » »