পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বেঁধেছে—উহার উপর দিয়া দিন রাত কামাই নেই—অনবরতই গাড়ী ঘোড়া যাচ্চে, আর হাজার লোক পারাপার হচ্চে। সকলেরই ভাগ্যে একটু বিশ্রামের সময় অাছে, আমার ভাগ্যে চক্ষের পলক ফেলিবার সময় নেই। রজনীতে ব্যথিত শরীরে যদি একটু নিদ্রা যাইবার উদ্যোগ করি, অমনি বুকের উপর দিয়ে ঘড়ঘড় শব্দে গাড়ী গিয়ে ঘুম ভেঙ্গে দেয়। তাহার পর আবার দুই পারে চট, পাট, তেল ও শুরকী প্রভৃতির এত কল বসায়েছে, সেগুলোর শব্দে ও ধোয়ায় আমার মৃত্যুযন্ত্রণা উপস্থিত হয়। ব্ৰহ্মা ! মরি । মরি । গঙ্গা । দুঃখে কষ্টে যদি আমার পেটে চড়া পড়ে, কেটে খণ্ড খণ্ড করে । আমি কোন দিকে যাব না ব’ল্পে জোর ক’রে কেটে সেই দিকে নিয়ে যায়। এখন ভাবি, হায় ! আমার যে বেগ শঙ্কর ভিন্ন অপর কেহ ধারণ করিতে পারিতেন না, যে বেগে সেই দিগগজ ঐরাবত পৰ্য্যস্ত ভেসে গিয়েছিল—সেই বেগ নিয়ে ইংরাজেরা কি নাচনই নাচাচ্চে । তার পর শোন-বড় বড় জাহাজ ও ষ্টীমার বয়ে বয়ে আমার কোমর ভেঙ্গে যায়, আমি পারবো না ব'ল্লে হেঁচড়ে টেনে নিয়ে যায়। বাবা । কেবল এই নয়—হুগলীর নীচে আবার আমাকে যেরূপ দৃঢ়ৰূপে বেঁধেছে, তাহাতে বোধ হয় আর আমাকে অধিক দিন বঁাচতে হবে না । ব্ৰহ্মা । আ মরি । মরি। গঙ্গা । বাবা ! আমি যেমন নিজ গৰ্ব্বে ফেটে মরতাম, সপত্নী পতি-বক্ষে পদ দিলেন দেখে মস্তকে উঠে বসলাম, তেমনি ছত্রিশ বর্ণ অামাকে পদে দ’লচে। লোকে বলে—যখন গঙ্গার উপর দিয়া কুকুর শৃগাল পার হবে, তখন মাহাত্ম্য আর থাকৃবে না ! এখন তাই তো হোচ্চে, তবে ত আমার মাহাত্ম্য নাই ! যদি মাহাত্ম্য নাই, তবে আমার মরণ হচ্চে না কেন ? অামার উপর লোকের শ্রদ্ধা ভক্তি নাই ; দেখে দাড়ি মাঝিরা দাড়ে ব’সে জলে মল মুত্র পরিত্যাগ ক’রচে, ঐ দেখ লোকে স্নান করতে ক’রতে শ্লেষ্মাদি নিক্ষেপ ক’বৃচে, ঐ দেখ সাহেবরা আমার পরপর কিরূপে বঁধেছে । উঃ মা । পোলের উপর দিয়া এক সঙ্গে ৫ •৬০ খান গাড়ী গেল । বাবা । মরণ কেন হ’লো না ? আমি যে আর কষ্ট সহ করতে পারিনে। দেখ বাবা । এমন রাজা কখন চোখে দেখি নাই । অাধ হাত জমীর দরকার হ’লে আমার কাছ থেকে কেড়ে নেয় । মিন্ট থেকে বুজয়ে কতদূর এনেছে দেখ ? আমার উপর কেউ নৌকা চালালে, কি মাছ ধরিলে, কি মড়া পোড়াইলে কর জাদণয় করে। ፀ ‰ :