পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন এই স্থান দিয়া সিন্ধু-পঞ্জাব রেলওয়ে যাইয়াছে। দেবগণ ষ্টেশনে উপস্থিত হইলে ব্ৰহ্মা “এটা কি, ওটা কি, এ কেন, ও কেন” ক্রমান্বয়ে প্রশ্ন করিতে লাগিলেন, এবং বরুণ যথাযথ প্রত্যুত্তর দিলেন। ঐ দিন কাৰ্য্যগতিকে ট্ৰেণ আসিতে বিলম্ব হওয়ায় বরুণ বলিলেন, “পিতামহ ! অনৰ্থক এখানে দাড়াইয়া থাকার অপেক্ষা চলুন আমরা ওয়েটিং রুমে যাইয়া বিশ্রাম করি” বলিয়া, যেমন সকলে প্রবেশ করিবেন, আমি চাপরাসী নিষেধ করিয়া কহিল “এ তোমাদের জন্য নয় ।” বরুণ। আমাদের জন্য নহে কেন ? এই ত স্পষ্টাক্ষরে লেখা রহিয়াছে *ওয়েটিং রুম ফর জেণ্টেলম্যান ।” চাপ । জেণ্টেলম্যান শব্দে ইংরাজ জাতি, অন্য নহে । বরুণ । “তবে ওয়েটিং রুম ফর ইংলিস জেণ্টেলম্যান লেখা নাই কেন ?" বলিয়া বলপূৰ্ব্বক প্রবেশ করিতেছেন, এমন সময় চাপরাসী পুনরায় কহিল “প্রবেশ করিবেন না, প্রবেশ করিলে অপমানিত হইবেন।” বরুণ। তুমি জান—সদাশয় কোম্পানির এরূপ নিয়ম নয় ; আমাদের প্রতি তোমার দুৰ্ব্ব বিহারের কথা কোম্পানিকে জানাইলে তোমার কৰ্ম্ম যাইবার সম্ভাবনা ৷ ইন্দ্র। ওহে ভাই, ফিরে এস ; ও ঘরে বসে কি আমরা চতুভূজ হব ? দেবগণ অন্য দিকে প্রস্থান করিতেছেন, এমন সময় বরুণ গৃহের ভিতর দিকে উকি মারিয়া উচ্চ হাস্য করিয়া উঠিলেন। ইন্দ্র । কি হে ? বরুণ । ভিতরে একজন জেণ্টেলম্যান বসে আছে দেখেছে ? ইন্দ্র । কই না ; কে বসে আছে ? বরুণ। তোমার স্মরণ থাকতে পারে, জয়স্তের বিবাহের সময় মেয়েদের উপরোধে যমালয় হতে যে একদল ইংরাজী বাজাওয়ালা আনা হয়, তন্মধ্যে ডিকু নামক যে ব্যক্তি জয়ঢাক বাজায়, তার পুত্র পিত্রু জেণ্টেলম্যান সেজে বসে वांद्वष्ट्र ! চাপ । টুপির এমি গুণ ! বরুণ। টুপির এত আদর ? চাপ। হ্যা, মাথা খোলা পা খোলা অসত্যদিগকে স্বসভ্য ইংরাজজাতি,