পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন উহাদের বাস। ঐ দলের অধিকাংশই ব্রাহ্মণ । উহার কলিকাতার অফিসে কাজকৰ্ম্ম করিয়া থাকে, এজন্য প্রাতে বাট হইতে জাহার করিয়া দশ পনর জনে ভাগে একখানি নৌকা ভাড়া করিয়া এখানে আইসে * । কাজকৰ্ম্ম শেষ হইলে দিবাবসানে বাট যায়। প্রাতে আহার করায় এক্ষণে জঠরানল জলিয়া উঠিয়াছে, তাই ঐ কুটি বিস্কুটগুলি আহুতি দিতেছে। বিশেষতঃ আফিসে যাইবার পূৰ্ব্বে কিছু থেয়ে না নিলে সমস্ত দিনই যা গাধা খাটুনি খাটিতে পারবে কেন ? ব্ৰহ্মা। শ্ৰীবিষ্ণু! য়্যা ! ব্রাহ্মণের ছেলে ? উপ। কর্তা জেঠা ! কলিকাতায় যদি আমার কাজকৰ্ম্ম হয়, তা হ'লে ওদের মত পেটপুরে খেয়ে বঁচি । ব্ৰহ্মা । তুমি উৎসন্ন যাও কুলাঙ্গর । ওরা কি খাচ্চে দেখ চো না ? বরুণ । ওদের পাপের কি কোন প্রায়শ্চিত্ত আছে ? বরুণ । উহাদের প্রায়শ্চিত্ত প্রতিদিনই হইয়া থাকে। অফিসে ষভক্ষণ থাকেন, দেশী ও বিলাতী সাহেবদের কটু কথা ও তিরস্কার শুনেন । যাহার ভাগ্যবল অধিক, তাহার পদাঘাতও লাভ হয়। ইন্দ্র । সাহেব কি আবার দেশী ও বিলাতী দু-রকম আছে ? বরুণ। অাছে বৈ কি ! কতকগুলি সাহেব যথার্থ বিলাতজাত, তাহারাই বিলাতী ; আর কতকগুলি এদেশজাত, তাহারাই দেশীয় বা ফিরিঙ্গি । এই ফিরিঙ্গিরা যে অফিসের কর্তা, তথাকার কেরাণীদিগের কষ্টের এক শেষ । ঐ হতভাগার প্রায়ই প্রভুর নিকট মিষ্ট কথা শুনিতে পায় না। বিলাতীগুলি অনেক ভাল, র্তাহারা কখন কখন কামড়ায় বটে ; কিন্তু দেশীগুলোর ন্যায় দিন রাত খেউ খেউ শব্দে চীৎকার করেন না। দেখুন পিতামহ, আমরা অতঃপর কলিকাতায় এলাম। এখানে বাসা ইত্যাদি স্থির করিতে অনেক বিলম্ব হইবার সম্ভাবনা। আপনার প্রাচীন শরীর, অসময়ে আহার করিলে বড় কষ্ট হইবে । বাহিরে যে মাগীগুলো লেবু, আক ; কলা আতা, পেঁপে ছাড়িয়ে বিক্রয় করিতেছে, উহা লইয়া জলযোগ করিলে হয় না ? “গঙ্গাতীরে দোষ কি ?” বলিয়া পিতামহ সম্মতি প্রকাশ করিলে দেবগণ জলযোগ করিতে বসিলেন ।

  • এক্ষণে পোর্ট কমিশনরদের ফেরি ষ্টীমার হওয়ায় এই সকল লোকের বিশেৰ সুবিধা হইয়াছে —সম্পাদক ।

8)శ్రీ