পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বরুণ । উহারা এই সেলারহোমের সেলার। মদ্যপানে মাতাল হওয়ায় পুলিলে ধ’রে নিয়ে যাচ্চে । ব্ৰহ্মা। বরুণ ! তুমি বলে প্লীহা ফাটায়। প্লীহা ফাটনের অর্থ কি ? বরুণ। আজ্ঞে, আপনার স্বই মনুষ্কমাত্রেরই পেটে প্লীহা অাছে। বিলাতী ডাক্তারেরা বলেন—ঐ প্লীহা মধ্যে মধ্যে রং ধরে, ডাসায় ও পাকে । তাহারা আরও বলেন "মনুষ্যমাত্রেরই প্লীহার সহিত নাসাৰ্বন্ধের একটা অপূৰ্ব্ব সংযোগ আছে । এজন্ত কেহ কাহারও উপর সোহাগ করিয়া নাকে যদি ঘুসি মারে আর সেই সময় যদি প্লীহাটী পাকা থাকে, তাহা হইলে তৎক্ষণাৎ ফাটিয়া গিয়া মহুয়ুটী পঞ্চন্তু প্রাপ্ত হয় ।” তাহাতে সোহাগকারীর কোনও অপরাধ হয় না । ব্ৰহ্মা। বরুণ ! আমি স্বষ্টিকর্তা, কিন্তু কখন প্লীহা ফাটার কথা শুনি নাই। আজ কাল মর্তে আসিয়া সকলই নূতন শুনিতেছি ও নূতন দেখিতেছি । তবে প্লীহা যে পাকে, ইহা অামি স্বীকার করি। রুগ্ন অবস্থায় কুপথ্য করিলে কিংবা সুস্থাৰস্থায় মদ্যাদি পান করিলে সময়ে সময়ে প্লীহা পাকিয়া থাকে এবং তাহাতে অনেকের মৃত্যুও হয় ; কিন্তু ফাটে না। যাহা হউক, এস্থান হইতে পলায়ে চল, কি জানি পাছে প্লীহা ফাটিয়ে দেয় ! দেবগণ দ্রুতপদে চলিলেন । . যাইতে যাইতে একস্থানে উপস্থিত হইয়া দেখেন—একটী বাড়ীর সন্নিকটে বিস্তর ঘোড়ার গাড়ী বুহিয়াছে। কতকগুলি গাড়ী বাবু বোঝাই করিয়া আনিতেছে ও প্রস্থান করিতেছে এবং অসংখ্য লোক ঐ বাড়ীর মধ্যে প্রবেশ ও প্রত্যাগমন করিতেছে। বাড়ীর দরজায় সঙ্গীন ঘাড়ে করিয়া প্রহরী পাহারা দিতেছে। উপ। বরুণ-কাকা । এ বাড়ীটা কি ? নারা । বরুণ ! এ বাড়ীতে এত লোক জন যাতায়াত ক’রচে কেন ? বাড়ীটি দেখিতে বড় স্বন্দর, ইহার নাম কি ? বরুণ । ইহার নাম বেঙ্গল ব্যাঙ্ক ! এই স্থানে লোকে নোটের বিনিময়ে টাকা, ও টাকার বিনিময়ে নোট লয়। বেঙ্গল ব্যাঙ্ক ১৮০৯ সালে এই ৩নং ষ্ট্রাওরোডে স্থাপিত হয়। কলিকাতায় অনেকগুলি ব্যাঙ্ক আছে। যথা— আগ্রা ব্যাঙ্ক, চাটার ব্যাঙ্ক, দিল্লী ব্যাঙ্ক, ন্যাসন্তাল ব্যাঙ্ক ইত্যাদি । ইন্দ্র । একবার ভিতরে চল না, দেখে আসি স্বর্গে যাইয়া টাকার বিনিময়ে কাগজ চালাইবার ইচ্ছা আমার অনেক দিন হইতে হইয়াছে । অতএব বেঙ্গল ব্যাঙ্কের ধরন-ধারণগুলো দেখে লওয়া আবখ্যক । 3 •