পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন দেবগণ ঠোঙ্গ খুলিয়া হাসিতে লাগিলেন। দেখেন ঠোঙ্গাট নানাবিধ মিষ্টান্নে পরিপূর্ণ। তদ্ভিন্ন কয়েকট পানের খিলি ও একখানি পত্র ছিল। পত্রখানি স্ত্রীলোকের হাতের লেখা। পত্রে লেখা রহিয়াছে, “ভাই ! আজি অবখ্য অবশ্ব আসিবে । আজ আসিলে বিফল হইবে না। আজ শনিবার, সকলে বাগানে যাইবে, তুমি অনায়াসে নিশা যাপন করিতে পরিবে ।” “ঠাকুর কাকা । চিঠিখানা দেওনা, প’ড়ে দেখি” বলিয়া, উপ যেমন নারায়ণের হস্ত হইতে পত্ৰ লইতে গিয়াছে, নারায়ণ অমনি ঠাস করিয়া তাহার গালে এক চপেটাঘাত করিলেন । রাস্তা দিয়া একটী লোক যাইতেছিল, বলিল, “মহাশয়! ওরূপ করে মারবেন না, “পশুর-প্রতি অত্যাচারনিবারিণী সভা" দেখতে পেলে বিরক্ত হবেন ।” “উপ, খা” বলিয়া, দেবরাজ সেই মিষ্টান্নপূর্ণ ঠোঙ্গাট উপর হস্তে প্রদান করিলেন । দেবগণ রাস্তার ধারে ধারে চলিলেন । বরুণ যত উপকে বলেন, “উপ অামার সঙ্গে সঙ্গে অায়,” উপ তত নিজের কার্দানী দেখাইবার জন্য রাস্তার মধ্য দিয়া যায় এবং দেবগণের প্রতি চাহিয়া হাস্ত করে । হঠাৎ রাস্তার দুই দিক হইতে দুইখানি গাড়ী আসিয়া উপস্থিত হইল। আরোহীরা মুদক্ষ এবং শনির 'ভাগ্যজোর, তাই উপ কাটা পড়িতে পড়িতে সে যাত্রা বঁচিয়া গেল। সে রক্ষা পাইয়। যেমন ফুটুপাথের দিকে দৌড়িয়া, পলাইবে, একখানি গাড়ীর কোচম্যান উপ'র পৃষ্ঠে জোরে চাবুক মারিয়া গাড়ী ইাকাইয়া অদৃপ্ত হইল। বরুণ। বেশ ক’রেচে ! হতভাগ ছেলেকে ব'ল্পে ত শুনবে না। ইন্দ্র। বরুণ ! তুমি অন্যায় বলচে । রাজপথে সকলেরই সমান অধিকার সরকারি রাস্তায় ধনী যে নির্ধনকে প্রহার করিবে, এমন কিছু রাজাজ্ঞা নাই । রাজা সকল প্রজাকেই সমান চক্ষে দেখিয়া থাকেন । দেবগণ আবার চলিলেন । উপ এবার শাস্তমূৰ্ত্তিতে র্তাহীদের পশ্চাৎ পশ্চাৎ চলিল। সকলে এক স্থানে উপস্থিত হইয়া দেখেন—একট বৃহদাকার বাড়ী। বাড়ীর সন্নিকটস্থ উষ্ঠানে অসংখ্য গাড়ী ঘোড়া রহিয়াছে। দেবগণ সবিস্ময়ে সেই বাড়ীটির আপাদ মস্তক নিরীক্ষণ করিতে লাগিলেন। পিতামহ কহিলেন, “বরুণ ? এ বাড়ীটি কি এবং ইহার সন্নিকটস্থ রাস্তায় এত লোক কেন ?” বরুণ । ইহারই নাম হাইকোট বা উচ্চ আদালত। ইংরাজরাজ প্রতিষ্ঠিত নিম্ন আদালতসমূহ ভ্রমক্রমে যদি কাহারও প্রতি অবিচার করেন, এই স্থানে 8 * *