পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ব্ৰহ্মা। আমাকে রমেশবাবু ও হেমবাবুর জীবনবৃত্তান্ত সংক্ষেপে বল । বরুণ । রমেশচন্দ্র মিত্র দমদমার নিকটবৰ্ত্তী এক ক্ষুদ্র গ্রামে ১৮৪১ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন। শৈশবে পিতৃহীন হওয়ায় তিনি কলিকাতায় মাতুলালয়ে পালিত হন। তিনি অতি যোগ্যতার সহিত হিন্দু স্কুলের পাঠ সমাপন করিয়া কলিকাতায় প্রেসিডেন্সি কলেজ প্রবিষ্ট হন । তথা হইতে ১৮৬০ সালে বি. এ. ও পরবর্তী বৎসরে ওকালতী পরীক্ষায় উত্তীর্ণ হইয়া হাইকোর্টে ওকালতী করিতে আরম্ভ করেন । অতি অল্প দিবসের মধ্যেই তিনি দেশীয় ব্যবহার জীবগণের মধ্যে শ্রেষ্ঠস্থান অধিকার করেন । ১৮৭৪ সালে জাষ্ট্রশ স্বারকানাথ মিত্রের মৃত্যু হইলে রমেশচন্দ্র তাহার স্থানে হাইকোর্টের জজ নিযুক্ত হন। ১৮৮২ সালে প্রধান বিচারপতি সার রিচ্যুড গার্থ ছুটি লইয়া বিলাতে গমন করেন ; তাহার স্থানে কোন জজ অস্থায়ী ভাবে প্রধান বিচারপতির কার্য্য করিবেন, এই বিষয় লইয়া শ্বেতাঙ্গ সম্প্রদায়ের মধ্যে মহাআন্দোলন উপস্থিত হয়, কিন্তু শ্বেতাঙ্গ সম্প্রদায় বলেন যে, নেটিভে প্রধান বিচারপতির পদ পাইলে শ্বেতাঙ্গ সম্প্রদায়ের এ দেশে বাস করা ভার হইয়া উঠিবে ; কিন্তু বড়লাট মহামতি লড রিপণ সাহেব সাহেবদিগের এই অন্তায় যুক্তিতে কর্ণপাত না করিয়া রমেশচন্দ্রকেই হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি নিযুক্ত করেন। ইতিপূৰ্ব্বে এদেশীয়ের ভাগ্যে এ পদলাভ ঘটে নাই । ১৮৮৬ খৃষ্টাব্দে তিনি পুনরায় অস্থায়ী প্রধান বিচারপতি নিযুক্ত হন । কিন্তু এবার আর কোন আপত্তি উঠে নাই * 1 হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১২৪৫ সালে হুগলী জেলার অধীন গুলিট নামক পল্লীগ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন । ইহার পিতার নাম কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ইহার মাতামহ ইহাকে হিন্দু কলেজে ভৰ্ত্তি করিয়া দেন । ইনি তথায় একজন উৎকৃষ্ট ছাত্রমধ্যে গণ্য এবং এই স্থানে জুনিয়ার ছাত্রবৃত্তি প্রাপ্ত হন । ১৮৫৮ অবো সিনিয়ার ও প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হন । তৎপরে এক বৎসর মাত্র তৃতীয় বার্ষিক শ্রেণীতে পাঠ করিয়া কোন অফিসে ৩০ টাকা বেতনে কেরাণীগিরি কৰ্ম্ম করেন। ঐ কৰ্ম্মকালে বি. এ. পরীক্ষা দেন এবং পরীক্ষায় দ্বিতীয় হন । বি. এ. পরীক্ষায় উত্তীর্ণ হইবার অল্পকাল পরে ৫ • ১৮৯০ খৃষ্টাব্দে তিনি কাৰ্য্য হইতে অবসর গ্রহণ করেন । গবর্ণমেণ্ট তাহার গুণের পুরস্কারস্বরূপ র্তাহাকে “সার” উপাধি প্রদান করেন। ১৮৯৯ খৃষ্টাব্দে র্তাহার মৃত্যু হইয়াছে —সম্পাদক । - 9象8