পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ইজ। বরুণ ! ঐ যে সাহেব-বেশধারী বাঙ্গালী ইংরাজীতে বক্তৃতা কৰিতেছেন, ও লোকটি কে ? বরুণ। উহার নাম মনোমোহন ঘোষ। ইনি ১৮৪৪ অৰে বিক্রমপুরের অন্তর্গত বয়রাগাদি নামক স্থানে জন্মগ্রহণ করেন । ইনি রামলোচন ঘোষের দ্বিতীয় স্ত্রীর প্রথম সস্তান। ইহার পিতা একজন বিখ্যাত সদরজাল ছিলেন । প্রথম স্ত্রীর গর্তে কোন পুত্রসস্তান না হওয়ায় রামলোচন ঘোষ ৫০ বৎসর বয়ঃক্রমকালে দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন । যখন মনোমোহন ঘোষের জন্ম হয়, তখন তিনি পীড়িতাবস্থায় দার্জিলিঙে অবস্থিতি করিতেছিলেন। ১৮৫০ অবো ইনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ভৰ্ত্তি হন । ১৮৫৮ অব্দে ষোড়শ বর্ষ বয়ঃক্রমকালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া উক্ত কলেজে অধ্যয়ন করিতে আরম্ভ করেন । এই সময় নীলের হাঙ্গণমা উপস্থিত হওয়াতে ইনি প্রজার পক্ষ হইয়া সংবাদপত্রে বিস্তর লিখিয়াছিলেন এবং হিন্দুপেট্রিয়ট নামক সংবাদ পত্রের সংবাদদাতা হন । ১৮৬১ অব্দে কৃষ্ণনগর পরিত্যাগ করিয়া কলিকাতায় আইসেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের গৃহে আশ্রয় লন । ১৮৬১ অব্দে উক্ত ঠাকুরের সাহায্যে মিরার নামক একখানি ইংরাজী সাপ্তাহিক পত্র প্রচার করেন । এই সময় ইহার বয়ঃক্রম ১৭ বৎসর মাত্র ছিল । ব্রাহ্মধৰ্ম্ম প্রচারক ঐযুক্ত বাবু কেশবচন্দ্র সেন এবং বর্তমান মিরার পত্রের সম্পাদক বাবু নরেন্দ্ৰ নাথ সেন ইহাকে ঐ কার্য্যের নিমিত্ত যথেষ্ট সাহায্য · করিতেন । ১৮৬২ অব্দে ইনি পিতার মত লইয়া বিলাত গমন করেন । ১৮৬৫ অস্ত্ৰ পৰ্য্যস্ত তথায় থাকিয়া সিবিল সার্কিবস সম্বন্ধে একখানি উৎকৃষ্ট । পুস্তক লিখিয়াছিলেন ; সিবিল সাৰ্ব্বিস পরীক্ষকেরা ইহার প্রতি অন্যায় করাতে ইনি দুই বার অকৃতকাৰ্য্য হইয়া গ্রন্থ প্রণয়ন করেন । ১৮৬৬ অকে ইনি ব্যারিষ্টার হইবার আজ্ঞা প্রাপ্ত হন। ইহার কিছু পূৰ্ব্বে ইহার পিতার , মৃত্যু হইয়াছিল। ইংলণ্ডে থাকিয়া ইনি দুইবার ইউরোপ ভ্রমণ করেন । ১৮৬৭ আবে স্বদেশে প্রত্যাগমন করিয়া হাইকোর্টে ব্যবসা আরম্ভ করেন। বাঙ্গালীর, মধ্যে ইনিই প্রথম হাইকোটে বারিষ্টার হন। স্ত্রীশিক্ষাদান ও স্ত্রী জাতির: উন্নতিসাধন বিষয়ে ইহার অত্যন্ত অমুরাগ। “অবলাবান্ধব" নামক পত্র বাহির হইলে ঐ পত্রের বিশেষ সাহায্য করিয়াছিলেন। ১৮৬৩ অব্দে ইনি বেথুন বিষ্ঠালয়ের অবৈতনিক সম্পাদক হন । ইনি একজন বিখ্যাত বক্তা। ১৮৮৫ খৃষ্টাবো বঙ্গদেশের প্রতিনিধিস্বরূপে ইনি ইংলণ্ডে গমন পূৰ্ব্বক ভারতশাসন ፀ:❖