পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সম্বন্ধে অনেকগুলি সারগর্ত বক্তৃতা করিয়া অত্য জন-মণ্ডলীকে মুখ করেন। বিচার ও শাসন বিভাগের পার্থক্য সাধন বিষয়ে ইনি যথেষ্ট চেষ্টা করিতেছেন।* এখান হইতে দেবগণ একটা গৃহে উপস্থিত হইয়া দেখেন—অনেকগুলি বাঙ্গালী ও ইংরাজ সংবাদপত্র হাতে করিয়া বসিয়া বিশ্রাম করিতেছেন । বরুণ কহিলেন, “এইখানে ব্যারিষ্টারেরা বসিয়া বিশ্রাম করেন । এটর্ণিরা ৫০ টাকা দিলে এখানে বসিতে পান ।” ইহার পর সকলে রেজেষ্টরি অফিস দেখিতে চলিলেন । যাইবার সময় সকলে একটা গহবর দিয়া নীচের লোক জনের প্রতি চাহিতে লাগিলেন । উপ কহিল, ”উ: ! বাবা ! এখান হ’তে প’ড়ে গেলে শরীর আর আস্ত থাকে না ; ছাতু হয়ে যায়।” রেজেক্টরি জাফিসে প্রবেশ করিয়া দেখেন, কেহ কঁদিতে কঁাদিতে জরিমানার টাকা গণিয়া দিতেছে। কেহ বিষগ্নভাবে জামিনের লেখা পড়া করিতেছে। বরুণ কহিলেন, “এই স্থানে জামিন ও জরিমানার টাকা দিয়া থালাস হইতে হয় ।” এখান হইতে সকলে এক স্থানে যাইয়া দেখেন—তামাক খাবার ধুম লাগিয়াছে। একজন ছকা টালিতেছে ; ৬• ৭০ জন ইকার উমেদার দাড়াইয়া আছে। উমেদারদিগের মধ্যে কেহ কেহ অগ্ৰে পাইবার আশায় লকার গাত্রে হাত দিয়া টানিতেছে। দেবতারা তামাক খাওয়া দেখিয়া নীচে নামিয়া ইপিাইতে লাগিলেন । পিতামহ কহিলেন, “বরুণ ! ভাই এই স্থানে একটু বোলো। আমার কোমর টন টন ক’রছে এবং অত্যন্ত ইপি ধ’রেছে।” সকলে বসিয়া বিশ্রাম করিতেছেন, এমন সময় দেখেন—মকদ্দমা হার ওয়াতে আসামীদিগকে ধরিয়া লইয়া যাইতেছে । কয়েদীদিগের মধ্যে কেহ , শদিতেছে, কেহ সকরুণ বিলাপ করিতেছে । একজন কহিতেছে “উঃ ! মাগো । বাল্যকালে একজন গণক আমার হাত দেখে ব’লেছিল এক সময় মমার অগ্র পশ্চাৎ শান্ত্রি পাহারা যাবে '—মা ! তুমি ভেবেছিলে, আমি রাজা হব। গণককে খুসি ক’রে বিদায় করেছিলে। কিন্তু মা ! এসে দেখে

  • ১৮৯• খৃষ্টাব্দে একদিন অকস্মাৎ ইহার মৃত্যু হয়।—সম্পাদক ।

●ጓዊ