কলিকাতা বরুণ ৷ হালদারেরা কালীবাড়ীর সন্নিকটে যে উদেণ্ডে বাস করেন, ইহাদেরও সেইরূপ উদ্দেশু। ক্রমে সকলে যাইয়া টাউনহলে প্রবেশ করিলেন। উপ কহিল “উঃ ! বাবা ! এ যে ঘোড়দৌড়ের মাঠ।” ইন্দ্র। বরুণ ! এ স্থানের নাম কি ? বরুণ । এই সুন্দর বাড়ীর নাম টাউনহল। এখানে কলিকাতার বড় বড় লোকের সভা প্রভৃতি হইয়া থাকে। যদি কাহারও এখানে বক্তৃতাদি করিবার ইচ্ছা হয়, ৫০ টাকা ভাড়া দিলে দালান কিছুক্ষণ পাইতে পারেন। ১৮১৮ অকে। এই হল প্রস্তুত হয় । ইহা নিৰ্ম্মাণ করিতে সাত লক্ষ টাকা ব্যয় হয় । কলিকতাবাসীদিগের খরচে ইহা নিৰ্ম্মিত হয় । নারা । এখানে এ সব প্রতিমূৰ্ত্তি রহিয়াছে কাহীদের ? বরুণ । এটী রাজপ্রতিনিধি কর্ণওয়ালিসের, ওদিকের ঐটি হার্ডিঞ্জের । সকলে হল দেখিতেছেন, এমন সময় শুনিলেন—অস্ত অপরাত্ত্বে বাবু স্বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় টাউন হলে একটা বক্তৃত৷ করিবেন। ইন্দ্র । বরুণ ! বক্তৃতা শুনিলে হয় না ? বরুণ । ইংরাজী বক্তৃতা তোমরা ত বুঝিতে পরিবে না, স্বরেন্দ্রনাথ অতি সদ্বত্ত্ব এবং ভারতহিতৈষীও বটেন । ই হার বক্তৃতা শুনিলে অনেক সৎশিক্ষণ পাওয়া যায় । ব্ৰহ্মা। বরুণ ! মুরেন্দ্রনাথের জীবনচরিত আমাকে বল । বরুণ । ইনি ১৮১৮ অব্দে কলিকাতায় জন্মগ্রহণ করেন । ইনি দুর্গাচরণ ডাক্তারের পুত্র। প্রথমে ডফ টন কলেজের স্কুল বিভাগে ইংরাজী শিক্ষা করেন । যখন যে শ্রেণীতে পাঠ করিয়াছেন, তখন সেই শ্রেণীর উৎকৃষ্ট ছাত্র গণ্য হইয়া পুরস্কার প্রাপ্ত হইয়াছেন । ১৮৬৩ অব্দে ইনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হইয়া ছাত্রবৃত্তি প্রাপ্ত হন । ইনি পরীক্ষাকালে বাঙ্গালী ভাষার পরিবর্তে লাটিন ভাষায় পরীক্ষা দিয়াছিলেন । ১৮৬৫ অব্দে বিশ্ববিদ্যালয়ের এফ, এ, পরীক্ষায় ইনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হইয়া বৃত্তিলাভ করিয়াছিলেন। ঐ বৎসর ইংরাজী ভাষায় এক প্রবন্ধ লিখিয়া রৌপ্যপদক, ও লাটিন ভাষায় রচনা লিথিয়া কতকগুলি পুরস্কার প্রাপ্ত হন। ১৮৬৮ অব্দে ইনি বিলাত যাত্রা করেন। ১৮৬৯ অক্সে সিবিল সার্কিাস পরীক্ষায় উত্তীর্ণ হন ই হার পরীক্ষা দিবার צb\s
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।