পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা হইয়াছে। ইনি "বেঙ্গলা” নামক একখানি সাপ্তাহিক" সংবাদপত্রের সম্পাদকতাভার নিজ হস্তে গ্রহণ করিয়াছেন । ১৮৮৫ সালে ইনি হাইকোর্টের জজ নরিস সাহেরের বিরুদ্ধে এক পত্র লেখায় ইহার তিন মাস কারাদণ্ড হয় । ইনি ন্যাশন্যাল ফাগু প্রতিষ্ঠা করিয়া অনেকের আশীৰ্ব্বাদভাজন হইয়াছেন । এখান হইতে সকলে ইডেন গাডেনের মধ্যে প্রবেশ করিলেন । বাগানটীর শোভা দর্শন করিয়া দেবগণ মোহিত হইলেন । ইহারা ভ্রমণ করেন, আর পাছে ইংরাজের আসিয়া ঘুলি মারে, এই আশঙ্কায় পশ্চাৎ পশ্চাৎ ফিরিয়া চীন ৷ বেড়াইয়া ক্লাস্তিবোধ হইলে সকলে একখানি বেঞ্চে উপবেশন করিলেন । ইন্দ্র বলিলেন “আহা ! কি চমৎকার রাস্ত ঘাট এবং বিলাতী বৃক্ষণদি দ্বারা নিৰ্ম্মিত নিকুঞ্জ কানন ।” বরুণ । দেবরাজ ! ও দিকে দেখুন কেমন একটী সুন্দর ব্রহ্মদেশীয় মন্দির । ১৮৫৪ সালে ওটাকে ইংরাজের অনিয়া এখানে স্থাপন করিয়াছেন । ওদিকে দেখেন ফোয়ারা দিয়া কেমন সুন্দর জল উঠিতেছে । এই সময় বৈদ্যুতিক অালোগুলি আপনা হইতে জলিয়া উঠায় উপ চীৎকার করিয়া কহিল, “কৰ্ত্তা-জেঠা ! বাজী দেখ-বাজী দেখ । ভেস্কিতে অালো জলে ?’ এই সময় নারায়ণ সবিস্ময়ে কহিলেন, “বরুণ ! এ কি আলো ? এমন কাণ্ড ত কখন দেখি নাই ! আপনা হইতে বিদ্যুতের ন্যায় আলো কিরূপে জ্বলিল ?” বরুণ । ইংরাজেরা কৌশলে বিদ্যুৎকে ধরিয়া তাহার দ্বারা যেমন তারের খবর আদান প্রদান করিতেছেন, তেমনি অবশ্যক মত জালাইতেছেন । ব্ৰহ্মা ! উঃ! অদ্ভূত ক্ষমতা । ইংরাজের অসাধ্য কিছুই নাই। ইন্দ্র। বরুণ । তোমার কথা সত্য, উহার সহিত তুলনায় আমার নন্দনকানন তুচ্ছ বলিয়া বোধ হয়। অ! মরি মরি, যেমন সুন্দর তেমনি পরিষ্কৃত ! নারা । বরুণ ! এ বাগানটী কে প্রস্তুত করে এবং ইহার নাম ইডেন গাড়ে ন হইবার কারণ কি ? বরুণ । এই বাগানটী গবর্ণর জেনারেল লর্ড অকল।াণ্ডের সময় প্রস্তু ত হয়

  • —বেঙ্গলী এক্ষণে দৈনিক হইয়াছে —সম্পাদক

HHNA