পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা দেখ। তোমরা জান না—এ সহরে প্রতারকের অপ্রতুল নাই। তোমাদিগকে নূতন লোক দেখিয়াই ওরূপ কাৰ্য্য কবিয়াছে। ইন্দ্র। ভাল দোকানীই যেন প্রতারণা করিল, মুসলমান মহাত্মার ইহাতে কি স্বার্থ আছে ? r বরুণ। “মুসলমান ঐরুপে খরিদদার জুটাইয়া দেয় ; তৎপরে দোকানী যাহা লাভ করে, মুসলমানকে তাহার অংশ দিয়া থাকে। তোমরা যখন নগর ভ্রমণে বাহিব হইয়াছ তখন চল একবার বড়বাজারটা দেখাইয়া লইয়া যাই।” বলিয়া বরুণ সকলকে লইয়া রাণী স্বর্ণময়ীর চকের মধ্যে প্রবেশ করিলেন এবং বড়বাজারের চতুর্দিকে লইয়া গিয়া নানাপ্রকার স্বতা ও পশমের কাপড়, বনাত, কম্বল, গালিচা ; পিতল, লোহা, তামা প্রভৃতি ধাতুর দ্রব্য ; সোণ, রূপ প্রভৃতি দামী বাসন ও গহনা ; হীরা, মুক্ত ও পান্না প্রভৃতির দোকান, ছুরি, কাচি, তালা ও চাবি প্রভৃতির দোকান ; দড়ী ক্যাম্বিস, ধূনা প্রভৃতি ও জাহাঙ্গীয় প্রব্যের দোকান ; বেণের মসলা, ঘৃত, চিনি ও সোরা প্রভৃতির অসংখ্য দোকান দেখাইয়া অপর একট চকের মধ্যে প্রবেশ করিলেন । ইন্দ্র। বরুণ! এমন বাজার ত কোথাও দেখি নাই। ভাল, এই বাজারের মধ্যে দুট উৎকৃষ্ট চক দেখিলাম, ও দুটা কাহার ? বরুণ। প্রথমটী মহারাণী স্বর্ণময়ীর ; দ্বিতীয়টি মনোহর দাসের। বড়বাজারের মধ্যে এই দুইটি চক বিখ্যাত। এই বাজারের দক্ষিণে আরমাণী গির্জা আছে। দেবগণ একস্থানে উপস্থিত হইলে পিতামহ কছিলেন, বরুণ। এ বাড়ী কাহার ? বরুণ। দেওয়ান কাশীনাথের । ব্ৰহ্মা। ইহার বিষয় আমাকে বল। বরুণ। ইহার পিতা সম্রাট সাজাহানের দেওয়ান ছিলেন। ইহার জাতিতে ক্ষত্রিয়। আদি বাস লাহোরে। ইহার পিতার নাম মূলুকচান ! ইনিই আসিয়া কলিকাতায় বাস করেন। মূলুকচাদের পুত্রের নাম দেওয়ান কাশীনাথ বাবু। ইনি কর্ণেল ক্লাইবের দেওয়ান ছিলেন। দেওয়ান কাশীনাথ অত্যন্ত হিন্দু ছিলেন । ইনি নিজ আবাসবাচীর সন্নিকটে খামলজ নামক বিগ্রহ প্রতিষ্ঠা করিয়া নূতন চক তাহার সেবার্থে দান করিয়াছেন। এই