পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८ङ्गदशं८*व्र भट्टर्डी बांग्रंशन মহাত্মা লালগড় নাথের মন্দির ও পীর জুমাসার গৃহ নিৰ্ম্মাণ করিয়া দিয়াছেন ; ইহার পুত্রের নাম দামোদর দাস বৰ্ম্মণ । ইনি অত্যন্ত সম্রাস্ত ও বিষয়ী । লোকে ইহাকে রাজা বাবু বলিয়া থাকে। কলিকাতার মৃতন চক, কাশীনাথ বাবুর বাজার ইহারই। অনেকে বলে—কালীঘাটের বর্তমান মন্দির এই বংশীয়দিগের প্রতিষ্ঠিত। পিতামহ ! সম্মুখে বড়বাজারের মল্লিকদের বাড়ী দেখুন। ব্ৰহ্মা ইহাদের বিষয় বল । বরুণ। ইহারা জাতিতে স্ববর্ণবণিক, পূর্ব উপাধি দে। নবাব সরকার হইতে মল্লিক উপাধি প্রাপ্ত হন । বনমালী মল্পিক সম্রাট আকবরের সময় বিষয় করেন। ইহাদের কাঁচড়াপাড়ায় আবাদ ছিল। আবাদের নিকট একটি খাল আছে, তাহাকে অদ্যাপি লোকে মল্লিকের খাল কহে । ইহার পুত্রের নাম কৃষ্ণদাস মল্পিক । ইনি বল্লভপুরের মন্দির নিৰ্ম্মাণ করিয়া দেন । এই বংশের নয়ানচাদ মল্লিক মাহেশে অনেক মন্দির ও ধৰ্ম্মশালা প্রতিষ্ঠা করিয়াছেন, এবং বড়বাজারে পাকা রাস্তা করিয়া দিয়াছেন । ইহার পুত্র গৌরচরণ মল্লিক কাচড়াপাড়ায় একটী দেবমন্দির প্রতিষ্ঠা করেন । নয়ানচাদ মল্লিকের দ্বিতীয় পুত্র নিমাইচরণ মল্পিক বল্লভপুরে একটী মন্দির প্রতিষ্ঠা করেন । কঁচড়াপাড়ায় কৃষ্ণরায়ঞ্জী নামক বিগ্রহের মন্দির ও র্তাহার সেবার্থ অনেক অর্থ প্রদান করেন। ইনি বাটিতে বিন্ধ্যবাসিনী পূজা করিয়া অনেক দেনদার কয়েদীর দেনার টাকা দিয়া কারাগার হইতে মুক্ত করিতেন । ১৮০৭ সালে ইহার মৃত্যু হয়। মৃত্যুর সময় ইনি ক্রের টাকা রাখিয়া যান । ইহার পুত্র রামমোহন মল্পিক ব্যবসায় যথেষ্ট বিষয় বৃদ্ধি করেন। ১৮৪৩ সালে ইনি তিন মাস পুরাণ শ্রবণ ও তদুপলক্ষে বিস্তর টাকা ব্যয় করেন । ১৮৫৫ সালে ইনি গঙ্গাতীরে একটি ঘাট প্রতিষ্ঠা করেন। ১৮৬৩ সালে ইহার মৃত্যু হয়। ইহার পুত্র প্রেমনাথ মল্পিক শ্ৰীক্ষেত্রের জগন্নাথের রন্ধনশালা নিৰ্ম্মাণ করিয়া দেন। বৃন্দাবনের বংশীলাল গোস্বামীর কুঞ্জ খরিদ করেন । এই বংশের মতিলাল মল্পিক বৃন্দাবনে একটা কুঞ্জবাটী নিৰ্ম্মাণ করিয়া দেন। তথায় রাধাপ্তামজী বিগ্রহ প্রতিষ্ঠা করেন। ইহার পোষ্যপুত্র বাবু যদুলাল মল্লিক । ইনি মাহেশে একটি কুঞ্জবাট প্রতিষ্ঠা করিয়া দিয়াছেন । এবং ১৮৭৪ সালে মাতার তেল ব্রত উপলক্ষে বিস্তর টাকা ব্যয় করিয়াছিলেন । g\రిy