পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা এখান হইতে যাইয়া সকলে শেঠেদের বাড়ীর নিকট উপস্থিত হইলে বরুণ কহিলেন ;– “ই হারা পলাশীর যুদ্ধের • • বৎসর পূৰ্ব্বে আসিয়া কলিকাতায় বাস করেন। ইহারা অত্যন্ত ধনী ব্যবসায়ী। ইহারা আবাসাটার নিকটে গোবিন্দজী নামক বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। ই হারই পুত্র কন্যাদিগের বিবাহের সুবিধার জষ্ঠ বসাকদিগকে আনিয়া কলিকাতায় বাস করান । বসাকেরাও অভ্যস্ত ধনী । যখন ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী কেল্লা নিৰ্ম্মাণ করেন, তখন শেঠ ও বসাকদিগকে বড়বাজারে জমী বদল দিয়া উহাদের বাসস্থানের জমী লন । ঐ দুর্গ ডেলহাউসী স্কোয়ারের উত্তরপশ্চিম দিকে ছিল। শেঠেরা যখন উঠিয়া আসেন, গোবিন্দজীকেও বড়বাজারে উঠাইয়া আনেন । এই বংশের যাদবেন্দু শেঠ রাধাকান্তজী নামক বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছেন। উক্ত ঠাকুর বঁাশতলা ষ্ট্রীটে ৫ নং বাটতে আছেন।” দেবগণ এখান হইতে বাসায় চলিলেন । যাইতে যাইতে বরুণ দেবগণের জলযোগের জন্য কিছু মিষ্টান্ন খরিদ করিয়া লইলেন। উপ যাইবার সময় চতুর্দিকে চাহিয়া ই করিয়া যাইতে লাগিল ; অনুন কুড়ি বাইশ বার হোচট পাইল । দেবগণ বাসায় আসিয়া জলযোগ আরম্ভ করিলেন । নারায়ণ কহিলেন, “মৰ্ব্যের জল-হাওয়ায় বেশ ক্ষুধা হয়। স্বর্গে আমরা ক্ষুধা তৃষ্ণ কাহাকে বলে জানিতাম না ।” ব্ৰহ্মা। শরীরে পাপ প্রবেশ ক'চ্ছে কিনা ! পাপী ব্যক্তিরাই ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পায় । জলযোগ করিয়া পুনরায় সকলে একখানি গাড়ী ভাড়া করিয়া নগর ভ্রমণে বাহির হইলেন । র্তাহারা এক স্থানে উপস্থিত হইয়া দেখেন, একটি বাড়ীর গাত্রে বৃহৎ বৃহৎ ইংরাজী অক্ষরে কি লেখা রহিয়াছে। তদুষ্ট্রে দেবরাজ জিজ্ঞাসা করিলেন “বরুণ। এ বাড়ীটি কি ?” বরুণ। এ বাড়ীটির নাম বাথ গেট কোম্পানীর দাওয়াইখান : এটা এই সহরের মধ্যে একখানি প্রধান ঔষধের দোকান। ই হার খারাপ ঔষধ বিক্রয় করেন না। আরো অনেক ঔষধের দোকান আছে ; যে ঔষধ নষ্ট হইয়া যায়, তাহারা তাহা স্থলভ মূল্যে বিক্রয় করিয়া নূতন ঔষধের আমদানী করে। ঐ পচা ঔষধ বাজারওয়ালারা সস্তাদরে কিনিয়া লইয়া গিয়া অপরাপর ঔষধালয়ে বিক্রয় করে। বেশী মাত্রায় পল্লীগ্রামে যায়। তথাকার হাতুড়ে ডাক্তারের সেই SW32