পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বরুণ । ঔষধার্থে লোকে মেচ্ছের জল খাচ্ছে, ডোম ত ৰাপের ঠাকুর । । এখান হইতে সকলে এক স্থানে উপস্থিত হইয়া দেখেন—অনেকগুলি সাহেৰ একটী বাট হইতে পোষাকাদি খরিদ করিয়া প্রত্যাগমন করিতেছেন । বাটীৰ গায়ে বড় বড় ইংরাজী অক্ষরে কি লেখা বুহিয়াছে। ইন্দ্র। বরুণ ! এ বাড়ীটি কি ? * বরুণ । ইহার নাম হোয়াইটওয়ে লেডলর আফিস । এই স্থানে সাহেবদিগের যাবতীয় পরিচ্ছদাদি বিক্রয় হয়। অনেক মেম এখানে বস্ত্রাদি খরিদ করিতে আসিয়া থাকেন বলিয়া বিস্তর মেম চাকরাণী আছে। এখানকার দোকানীরা অনেক অংশে ঘটকের কাজ করে ; কারণ যে সমস্ত অবিবাহিতা মেম বস্ত্রাদি কিনিতে আসে, তাহাদিগকে অপর কোন অবিবাহিত সাহেবের রূপ গুণের বর্ণনা করিয়া সম্মত করাইয়া বিবাহ দেয় এবং অনেক বিক্রেতা ঐ স্ত্রীলোকদিগকে লইয়া— এই সময় দুইজন বাঙ্গাল আসিয়া দেবগণকে কহিল “মোশার কইন্তে পারেন, এইটার নাম কি হোয়াটওয়ে লেণ্ড,লর অফিচ, ? আপনারা জানেন— এক একটা হাট ও সাহেবী পোষাক করতি মূল কত লাগবে ? বরুণ। সাহেবী পোষাকে তোমাদের আবশ্যক কি ? বাঙ্গা। আমরা পচ্চিম যাইবার মনস্থ ক'রেছি। হাট কোটু দেখলি লোকে সাহেব ঠাওরাইয়া ঠাiস মাকবে না । মারা , েখামাদের বর্ণ কৃষ্ণ, সাহেব সাজিলে মানবে কেন ? ধাঙ্গ । কৃষ্ণবর্ণের কি সাহেব নেই ? ইন্দ্র। যাক, তোমরা কি বলে আত্মপরিচয় দেৰে ? ধাঙ্গা। আমরা ডিক্রুজ মিকুঙ্গ যাহোক একটা কইমূ। নারা । বরুণ! আমাদেরও একটা সাহেবী পোষাক কিনলে হয় না ? স্বর্গে প্রত্যাধৰ্ত্তন-সময়ে সাহেব সেজে গেলে রইস্ত মন্দ হবে না । ইহার পর একস্থানে উপস্থিত লইয়া বরুণ কহিলেন, “eদিকে দেখুন হারম্যানকোম্পানী। উহার কলিকাতার মধ্যে প্রধান দরজি। ঐ দোকানে অনেকে সাহেব পরিচ্ছদদি প্ৰস্তুত করাইয়া লন । অনেক ধনী বাঙ্গালীরও এখানে পোষাকাদি প্ৰস্তুত হইয়া থাকে । বি. এ ; এম. এ ; প্রেভৃতি উপাধিধারীর পরিচ্ছদ প্রস্তুত করা ইস্তাদের কনট্রক্ট লওয়া আছে । " নারা। বরুণ ! তুমি ব'ল্পে বাঙ্গালীরাও ঐ দোকানে পোষাকাদি প্রভঙ্গ