পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা করাইয় লয়, কিন্তু উহাদেৱ পিয়াণাদি সেলাই কি দেশীয় দরজিদিগের সেলাই অপেক্ষ উৎকৃষ্ট হয় ? 4 বরুণ। উৎকৃষ্ট হয় ম পটে ; স্তবে ইহার জামার পেছন দিকটা বেশ সাহেবী ধরনের কাটিয়া সেলাই করিয়া দেয় । ইন্দ্র ৷ বকুণ ৷ হাইকোর্টের জজের ষে সুন্দর পরিচ্ছদ পরিয়া সেসনে সেন, তাহাও কি এই স্থানে প্রস্তুত হয় । - বাণ। হা, কেন ? ইন্দ্র। আমাপে সেই প্রকার পরিচ্ছদ থবিদ করিয়া দিতে হইবে ; কারণ ‘মামার ঐক্কপ বেশে বিচারাসনে বসিয়া বিচার করিবার একান্ত ইচ্ছা হইয়াছে । বরুণ । ঐৰূপ পোষাক খরিদ করিলে অবিকল প্রাপ্ত হওয়া যাইবে না । উহার কিছু ইতর বিশেষ করিয়া দিবে, যেহেতু অবিকল পোষাক বিক্রয় করিবার উহাদেব অধিকার নাই । এখান হইতে সকলে এক স্থানে উপস্থিত হইলে পিতামহ জিজ্ঞাসা করিলেন "বরুণ । সম্মুখে দেখা যাইতেছে—ও বাড়ীটি কি ?” বরুণ । উহার নাম হামিণ্টন কোম্পানীর দোকান । ইহার কলিকাতার মধ্যে প্রধান জহুরী । এই দোকানে চ্যেন, ঘড়ি, হীরকাদি এবং স্ত্রীলোকদিগের যাবতীয় উংকৃষ্ট গহনাদি বিক্রয় হইয়া থাকে। ইন্দ্র। বরুণ । ভিতরে চল না, একটা চ্যেন ঘড়ি কিনে লই । এখানকার গহনাদির গড়ন যদি ভাল হয়, প্রত্যাগমন-সময়ে মহিষীর জন্য এক প্রেস্ত খরিদ করিতে হইবে । বরুণ এই কথায় সম্মত হুইয়া দেবগণকে ভিতরে লইয়া যাইয় দেখেন —একজন পল্লীগ্রামের জমাদার গহনাদি খরিদ করিয়া বিষম বিপদগ্ৰস্ত হইয়াছেন। সাহেবের চালানের পৃষ্ঠে তাহাকে নাম স্বাক্ষর করিয়া দিবার জন্য জেদ করিয়েছে ; কিন্তু বাবুর হাতে-খড়ি না হওয়ায় কি করিয়া নাম স্বাক্ষর করিবেন ভাবিয়া গলদঘর্শ্ব হইতেছেন। লোকটা চালাক, অবশেষে আপনার নামাঙ্কিত মোহরের ছাপ দিয়া -কাজ সারিলেন । তং পরে সাহেবদিগের উপরোধে টেবিলে বসিয়া কি কতকগুলো গিলিতে লাগিলেন। পিতামহ একদৃষ্টি তাহার প্রতি চাহিয়া কহিলেন, “লেখাপড়ায় ত পণ্ডিত খুব । এদিকে দক্ষিণ ইত্ত্বের বিষয়ে দেখটি পটু। বরুণ ও পাবও কে ?” ৰক্ষণ। উনি এক পল্লীগ্রামের মূর্ধ জমিদার। লেখাপড়ায় মূৰ্ত্তিমস্ত— ggs