পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা চিঠি । উহার মিউনিসিপাল কমিশনর হইবার প্রত্যাশায় স্বারে দ্বারে ঘুরে ঐ সমস্ত চিঠি সংগ্ৰহ করিয়াছেন । ইন্দ্র । মিউনিসিপাল কমিশনরদের বেতন কি ? বরুণ । বেতন —লোকের ট্যাক্স বৃদ্ধি করিলে গাল খাওয়া ! আহা । ঠাকুরদা ! ব’লবো কি ? একবার এই পদ লাভের জন্য একজন সম্পাদক পৰ্যন্ত লালায়িত্ব হইয়াছিলেন। তিনি পরের বাড়ী নিজের বলিয়া দেখাইয় পদটি লাভ করিয়াছিলেন ; কিন্তু পোড়া কপালে ভোগ হইল না । নারা। বাড়ী দেখিয়ে বুঝি কমিশনর হতে হয় ? বরুণ । ই । কমিশনর হইবার নিয়ম এই, কলিকাতার মধ্যে দুইখানি বাড়ী থাকা চাই । উপ। আচ্ছা—বকুণ-কাকী ! যদি দুখানি ছোট ছোট খোলার বাড়ী থাকে ? ব্ৰহ্মা । তুই চুপ কর। বরুণ! সম্পাদক ঐ পদটি লাভ ক’রে ভোগ ক'স্বতে পেলেন না কেন ? বরুণ । মিউনিসিপাল কমিশনর হুগ সাহেব কেমন ক'রে উহার প্রতারণার বিষয় টের পেয়ে, ডাকিয়ে এনে কতকগুলো তিরস্কার করিলেন এবং নাম কাটিয়া বিদায় ক’রে দিলেন । উপ। সাহেবটার নাম হগ ? হগ, মানে ত শূকর। এখান হইতে যাইয়া সকলে মিউনিসিপাল বাজারেরই মধ্যে প্রবেশ করিলেন । পিতামহ কহিলেন, "বরুণ ! এ সুন্দর বাজারটি কাহার ?” বরুণ । এই বাজারের নাম মিউনিসিপাল মার্কেট । ১৮৭৪ সালে ধৰ্ম্মতলার বাজার ভাঙ্গিয়া এই বাজারটা সংস্থাপিত হয়। এই বাজাত্ত্বে সাহেবদের খাদ্যদ্রব্য বেশী বিক্রয় হইয় থাকে। পূৰ্ব্বে এখানে অপৰ্য্যাপ্ত পচা মৎস্ত ও পচা মাংস বিক্রয় হইত, এক্ষণে তাহা বিক্রয় করা রহিত করিয়া দেওয়া হইয়াছে। ওদিকে দেখুন মিউনিসিপাল অফিস । বাজার ও আফিস বাটী নিৰ্ম্মাণ করিতে ৬,৬৫, ••• হাজার টাকা ব্যয় হইয়াছিল। ঐ উক গৰণমেণ্টের নিকট ঋণ করা হয়। টাকার স্থা—দোকানী প্রভৃতির নিকট লাইসেন্স ট্যাক্স আদায় করিয়া প্রদান করা হয় । * উপ এই সময় “কৰ্ত্ত জেঠা । মামার বড় কোমর ব্যথা ক'র চে, এস না 鲁勒警