পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्लेिखांश्चां করিতেছে। তাহদের মূখগুলি সমস্ত দিন থেটে শুকিয়ে গিয়াছে ৮ সকলেরই গাত্রে একটি করিয়া চাপকন । কোন কেরাণীর চাপকানে শত তালি ও শেলাই দেখা যাইতেছে। উহাদের মধ্যে কাহারও হতে পান, কাহারও হস্তে শালপত্রে করা মিষ্টান্ন। বেলা অপয়াহ, রাস্তায় জলের ছিটা দেওয়ায় যেন এক পসল বৃষ্টি হইয়া গিয়াছে। রাস্তার উভয়পার্শ্বস্থ ৰিডল ৩৮ ত্রিতল অট্টালিকা সকলের বারাণ্ডায় বারাঙ্গনার বসিয়া পান চিবাইতে চিবাইতে ফরসীতে ধুমপান করিতেছে ও রাস্তার প্রতি চাহিতেছে। এক যুবতী কেরাণীদিগকে দেখিয়া অপর বারাঙ্গনাকে হাস্ত করিতে করিতে কহিল, “কেরাণী মিন্সেগুলোর চলনের ভঙ্গী দেখ !" এই সময়ে কেরাণীর দল সদর রাস্তার মধা দিয়া আসিতেছিল। দুর্তাগদিগের মুখ কোথায় ? হঠাৎ একখানা ছাকরা-গাড়ী আসিয়া উপস্থিত হইল এবং কোচ ম্যান কেরাণীদিগকে দেখিয়া “হটো” “হটো” শৰে হাণ্ড করিয়া ঘোড়াকে চাবুক মারিতে লাগিল । কেরাণীর দল সরিয়া, যে বারওয়ে বেতার হাস্ত করিতেছিল, সেই দিকের ফুটপাথে যেমন উঠিলেন, অমনি এক মাগী একটা রসিক বাবুকে দেখিয়া ইঙ্গিত করিয়া তাহার সম্মুখে যেমন পানের পিক ফেলিবে, কেরাণীর দলের মধ্যগত এক ব্যক্তির মস্তকে পড়িল । তিনি সমস্ত দিন থেটে, দুঃখে কষ্টে বাটী যাইতেছেন হঠাৎ পানের পিঞ্চ মস্তকে লাগায় উদ্ধে দৃষ্টি করিয়া দেখেন—বেতার করতালি দিয়া হাস্ত করিতেছে । যে সকল কেরাণীর খেটে খেটে অস্থি-মজ্জা চুর্ণ হুইয়াছে, তাহারা বিনা বাক্যব্যয়ে হনহন ক’বে চ’লে গেলেন । দুই এক জন তাজ কেরাণী, যাহাজের শোণিত অদ্যাপি উষ্ণ অাছে, সহ করিতে পারিলেন না । কহিলেন, “জনিস —তোদের জন্দ্ৰ ক’রতে পারি। আমরা সরকারি পথ দিয়া যাচ্চি—তোর ওরূপ গমনের বাঘাত করায় অভিযোগ করলে সাজা পাইতে পারিস ? মরছিস বেণ্ডাবৃত্তি ক’রে, তোদের এত অহঙ্কার কেন ?" বেগুরা এই কথায় খিলখিল শব্দে হাসিয়া উঠিল এবং কহিল, “জা মর, মিন্সে। যাচ্চেন কেরাণীগিরি করে, আবার রাগটুকু আছে। আজিও বাবুমের সখ মেটেনি—গেfপ রাখা হয়েছে । আমরা বেগু, বেঞ্জাবৃত্তি করি বটে, কিন্তু তোদের মত সাতটা কেরাণীকে পুষতে পারি। এই ত সমস্ত দিন কলম পিৰে এলি—কি আনলি ? আমরা ঘরে বসে ঘণ্টায় আট দশ টাকা উপায় করি। তোর তিন পুরুষে চাকরী ক’রে যা না করতে পারবে, আমরা এক পুরুষে তা Gte