পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্তে আগমন উপ। দেখ কর্তা-জেঠা, বানরকে লেখাপড়া শেখালে জজ, ম্যাজিষ্ট্রেট হতে পারে। উহাদের যেরূপ তীক্ষ বুদ্ধি। নারা। উহার যুদ্ধ-বিজ্ঞাও বিলক্ষণ পারদর্শী। মধ্যে মধ্যে বানী লয়ে যে যুদ্ধ করে, দেখলে অবাক হইতে হয় । বরুণ। রূপী বানর ও ছাগলের তামাসাও মন্দ নহে। দেখ দেবরাজ ! ও দিকে যে বৃহদাকার হাড় দেখিতেছ, উহা হস্তীর। ঐ হস্তীটি তোমাৰ ঐরাবতের দৃশ ছিল। এক্ষণে ওরূপ হাতী দেখিতে পাওয়া যায় না । নারা । বরুণ । ওদিকে ও বৃহদাকার হাড়খানা কিসের ? বরুণ । উহা তিমি নামক একপ্রকার মৎস্তের। হাড়খানি প্রায় ৫১।৫২ ফিট হুইবে । আর আর যে সমস্ত হাড় দেখিতেছ, উহা গওর, জেবরা, বা স্ত্র, কুম্ভীর প্রভৃতি পৃথিবীন্থ যাবতীয় জীবজন্তুর। ইহার পর দেবগণ নানাপ্রকার মৃত পশু পক্ষী ও প্রস্তরের নির্মিত এতিমূৰ্ত্তি দেখিলেন। এখান হইতে সকলে তেওলায় উঠিয়া একটা আফিস দেখিয়া বরুণকে কহিলেন, “বরণ । এখানে কি হইতেছে ?” বরুণ। এই আফি.টর নাম জিওলজিকেল সাৰ্বভে অফিস, অর্থাৎ পৃথিবীর কোন স্থানে কোন প্রব্যের খনি আছে, তাহাৰুই আবিক্রিয়ার জন্ত এই আফিট প্রতিষ্ঠিত হইয়াছে। - এখান হইতে বহির্গত হইয়া সকলে এক স্থানে উপস্থিত হইলে নারায়ণ কহিলেন, “বকুণ ! দেখা যাইতেছে—উহা কি ? বরুণ। ঐ বাড়ীটার নাম ট্রিগনোমেটরিকেল সার্ভেয়ারস অফিস । কখন ঝড় হইবে, কোন সময় কিরূপ বায়ু প্রবাহিত হইবে, তাহার নির্ণয় এবং গ্ৰহ নক্ষত্রাদি নির্ণয় করা এই আফিসের কার্য্য । ইহাদের একটী কারখানা আছে । সেই স্থানে ঐ সব বিষয়ের যে যে যন্ত্র আবগুক, তাহ প্ৰস্তুত হইয়। থাকে। রজনীতে এই অফিসের দুই এক ব্যক্তি ছাদে বসিয়া দূরবীক্ষণ যন্থের সাহাশো নক্ষত্রাদি নির্ণয় করিয়া থাকেন । এখান হইতে এক স্থানে উপস্থিত হইয়া, “এ কোথায় আসিয়া উপস্থিত হুইলাম !" বলিয়া দেবগণ চীৎকার করিয়া উঠিলেন । ইন্দ্র । ধরুণ ! এমন স্থ নদীর স্থান ত কথন দেখি নাই । এ স্থানটীত্ব নাম কি ? বকু৭ । এই স্থানের নাম পাৰষ্টট । এই স্থানই কলিকাতার সাহুেংমহল । ●●*