পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা SABB tttBBBB BB BB BBB BBB DDDD BBBB BB BBB S সহরের মধ্যে এই স্থানটাই সৰ্ব্বেংকুষ্ট । স্থানটী যে এত স্বন্দর ও পরিষ্কৃত, তাহার কারণ মিউনিসিপালিটীর নজর এই দিকে বেশী । নারা । এদিকে বেশী কেন বকুণ ? বরুণ । এখানকার অধিকাংশ অধিবাসীই বড় বড় ইংরাজ, সুতরাং ওঁ হাদিগকে অসন্তুষ্ট করিলে চরকা ঘুরিয়ে দেবার সম্ভাবনা। এই সময়ে তাহার দেখেন একটা যুব দুঃখ প্ৰকাশ করিতে করিতে পাহেবমহল দিয়া অাপিতেছে। যুবাট দেখিতে বেশ সুন্দর ও স্বত্র । সে মৃত্যুস্বত্বে বলিতে বলিতে যাইতেছে “এখন আমার বিষম সঙ্কট উপস্থিত, উপায় কি " যুবা চলিয়া যাইলে পিতামহ কহিলেন, “বরুণ । উহার কি হইয়াছে ? ও আপন মনে দুঃখ প্রকাশ করিতে করিতে যাইতেছে কেন ?" বরুণ। ঐ যুবা ইংরাজী ধরনের কোর্টসিপ করিয়া বিবাহ করিবার অভিলাষে এক গৃহস্থের মুন্দরী মেয়ের নিকট যাতায়াত কবিত। বিবাহের পূৰ্ব্বে মেয়েটার গর্ত হইয়াছে। যুবার পিতা এ সব ঘটনা জানেন না, তিনি কহিতেছেন, “উহার কুলীন নহে, অতএব যদ্যপি আমার অমতে ওখানে বিবাহ কর, গুলি ক'রে মারবো।” মেয়েটা যুবাকে কহিতেছে, “আমার যখন এ দশ করেছ, বিবাহ না করলে সগর্তে জলে ডুবে মরবো " মেয়ের মা কহিতেছেন, “আমার মেয়ের অমন দশা ক'রে, বিবাহ না করলে বিষ খেয়ে মরব।” যুবা এইরূপ বিষম সঙ্কটে পড়িয়াই দুঃখ করিতে করিতে খাইতেছে। সাহেব-মহল হইতে দেবগণ জোড়াতালাওয়ে যাইয়া দেখেন—পরীরা গাড়ী পান্ধী ধরিয়া টানাটানি করিতেছে। দেবগণ এই ঘটনা দেখিয়া অত্যন্ত ভীত হইলেন। পিতামহ দৌড়িয়া পলাইয়া অপার সাধুলার রোড়ে দাড়াইয়া কঁাপিতে লাগিলেন। দেবতারা যাইয় তাহার নিকট উপস্থিত হইলে কহিলেন, “বকুণ, অমন সৰ্ব্বনেশে স্থানে নিয়ে যায় ও মাগী গুলো কে " বরুণ। উহারা জৰ্ম্মণী, ইটালী, রুসিয়া প্রভৃতি স্থান সকলের স্ত্রীলোক । উহাদের স্বভাব-ওস্থান দিয়া গাড়ী পান্ধী যাইলে ধরিয়৷ টানাটানি করিয়া আমোদ করে। নারা । এ রাস্তাটা কি, এখানে ত ভয় নাই ?