পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা কোন অহৰিধ হইবে না। চাপলের ঘাটের দক্ষিণ দিকের বাবুঘাট ই হারই দ্বারা প্রতিষ্টিত। জানবাজার হইতে ঐ ঘাট পৰ্য্যস্ত যে একট রাস্ত গিাছে, তাহাও ইহার, রাসমণির জীবিতকালে চড়কের বড় সমারোহ হইত। সেই সময়ে সন্ন্যাসীরা ঢাক ঢোল বাজাইগ্রা ঐ রাস্তা দিয়া যাইয়া স্নান করিয়া আদিত । ঢাকের বাদ্যে শাপ্তিভঙ্গ হইবে বলিয়া সাহেবের অনেক চেষ্টা করিয়া ও ঢাক বাজান থামাইতে পারেন নাই । রাণীরাসমণির বাড়ী দেখিয়া সকলে গড়ের মাঠের অভিমুখে চলিলেন এবং দূর হইতে দুর্গের শোভা দেখিয়া সবিস্ময়ে চাহিতে লাগিলেন । দেবরাজ কহিলেন, “বকুণ। সম্মুখে দেখা যাইতেছে-ওটা কি ?” w বৰুণ । উঃাবই নাম ফোর্ট উইলিয়ম দুর্গ। ইংলণ্ডের রাজা চতুর্থ উইলিয়মের সময়ে নিৰ্ম্মিত হওয়ায় ঐ নাম হইয়াছে । ব্ৰহ্ম । বরুণ । দুর্গটির আধখানা কি মাটির ভিতর আছে ? বরুণ । আজ্ঞে না, আপনার ন্যায় অনেকে দুই ঐরূপ ভ্রম জন্মিয়া থাকে ; ফলতঃ উহার চতুর্দিকে উন্নত প্রোচীর থাকায় ঐক্কপ দেখাইতেছে । ইন্দ্র । দুর্গট বড় সুন্দর । এরূপ একটী স্বর্গে থাকিলে আপদ বিপদের সময় ক্ষীরোদ সমুদ্রের চরে পলাইয়া লুক্কায়িত থাশিবার আবশ্বক হইত না । বরুণ । ১৭৭৩ সালে দুই মিলিয়ন ষ্টার্লিং বায়ে এই দুর্গ নিৰ্ম্মাণ হয় । ইহার ছয়ট গেট আছে। যথা—সেন্ট জজ গেট, ট্রেজারি গেট, চৌরঙ্গি গেট, পলাশী গেট, কলিকাতা গেট ও ওয়াটার গেট । নারা । আচ্ছা, উহার ভিতরে প্রবেশ করিতে দেয় ? *দেবে না কেন ? দিবাভাগে সকলেরই উহার মধ্যে প্রবেশ করিয়া দেখিবার অনুমতি আছে” বলিয়া, বরুণ দেবগণকে সঙ্গে লইয়া দুর্গের অভিমুখে চলিলেন যাইতে যাইতে কহিলেন, “এই দুর্গমধ্যে প্রবেশ ও প্রত্যাগমনের ছুটী করিয়া স্বতন্ত্ৰ স্বতন্ত্র দ্বার আছে। তন্মধ্যে দক্ষিণ পশ্চিমের স্বfর দিয়া প্রবেশ ও উত্তর-পূর্বদিকের দ্বার দিয়া বহির্গত হইতে হয়।” সকলে দুর্গের উচ্চ ভূমি অতিক্রম করিয়া যে দিকে চাহেন, দেখেন, প্রাচীরে অসংখ্য কামান সাজান বুহিয়াছে। উপ কহিল, "কর্তা-জেঠা, পলাই চল । কি জানি, কোন দিক দিন যদি একটা কণমানের গোলা ফলকে এসে Giova.