পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা উপ। কর্তীজেঠা ! অনেকদিন হইতে তোমাকে জুড়া কিনে দিতে ৰ'লচি, এই কেল্লায় জুতা এক জোড়া কিনে দেও না । ব্ৰঙ্কা । এ জুতা পায়ে দেওয়া কি তোর সাধা ? বরুণ । সম্মুখে দেখা রাচ্চে, ও প্রতিমূৰ্ত্তিটি কাহার। বরুণ । উহা রাজপ্রভিনিধি লড-হেষ্টিং সাহেবের । ইজ। ইনি কেমন শাসনকৰ্ত্ত ছিলেন ? - বরুণ। ইনি সুপণ্ডিত, বহুদশী ও রাজনীতিজ্ঞ ছিলেন। ইহার ব্যবহাৰ অমায়িক ও সহৃদয় ছিল। ইনি ভারতবর্ষের সর্বত্র যুদ্ধে জয়লাভ করেন এবং ইহারই শাসনকালে এই বৃহদেশের অধিকাংশ ইংরাজদিগের হস্তগত হয়। আপনার অধীন প্রজাদিগের বিষ্কাশিক্ষা ও অবস্থার উন্নতিসাধনের জন্ত এই শাসনকৰ্ত্ত সাধ্যমত যত্ন করিতেন। ইহারই উৎসাহে কলিকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়। এক্ষণে সেই হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ হইয়াছে। ইনি সাহিত্য প্রচারে ও সাহিত্যের অনুশীলনে বিশেষ উৎসাহ প্রদান করিয়াছেন । .কারণ ইহারই শাসনসময়ে প্রথমে এদেশে বাঙ্গাল সংবাদপত্র প্রচার হয় এবং ইনিই সংবাদপত্রের সুবিধার জন্ত ভাক মাশুল নিতান্ত কম করিয়া ●エ | এখান হইতে সকলে একস্থানে উপস্থিত হইয়া "উঃ ! বাবা । এমন উচ্চ ত কখন দেখি নাই * বলিয়া উর্ধে চাহিয়া কহিলেন “বরুণ ! এটা কি ?” ৰক্ষণ। ইহার নাম অক্টার লনি মঙ্গুমেন্ট । জেনেরল অক্টারপনি সাহেবের গ্ররণার্থ ইহা প্রতিষ্ঠিত হয়। ইহার উপর হইতে ডায়মও হারবার পর্যন্ত দেখিতে পাওয়া যায়। ঠাকুর দা, উপরে উঠে দেখবেন ? ব্ৰহ্মা। প্রাচীন হাড়ে কি উঠতে পারবো ? নারা। কেন পারবেন না ? চলুন আপনাকে ধরাধরি ক’রে উপৰে ভুলি ; না হয় আপনি মধ্যে মধ্যে বসিয়া বিশ্রাম করিবেন। পিতামহ সন্মত হইলে সকলে তাহার হাত ধরিয়া উপরে তুলিতে লাগিগেন । তিনি ২৪ ধাপ উঠেন আর কহেন, “ও বরুণ ! আর পারিনে, পা দুটোয় খিল থ'রেছে, নামিয়ে নিয়ে চল।” জার বেশীদূর নাই, আপনি একটু বিশ্ৰাম করুন" বলিয়া প্রবোধ দিতে দিতে সকলে উহাকে লইয়া অতি কষ্টে উপরে উঠিলেন। পদ্মযোনি ছাদে Su BBBB DD DBB DDBB BBBS BBB BB DD DD $ot