পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शिल्लौ আলমগীরেরও * এইস্থানে কবর আছে। এই সমস্ত গোরস্থানের চারিদিকে সুন্দর বাগান আছে । বাগানের মধ্যে মধ্যে ফোয়ারায় জল দেওয়া হইত । বাগানের চারিদিকে দেয়াল আছে, দেয়ালের উপরিভাগে নানা রঙ্গের স্তস্তসকল বিরাজ করিতেছে । অনন্তর সকলে সাজাহানাবাদে উপস্থিত হইলেন । এইস্থানে বাজার, হাট ও বসতি প্রভৃতি আছে । ইহার চারিদিকে প্রাচীর, ভিতরে যাইবার জন্ত কাশ্মীর, কাবুল, লাহোর, ফরালখানা, আজমীর, দিল্লী, রাজঘাট ও কলিকাতা গেট নামক অনেকগুলি গেট আছে । কলিকাতা গেটের মধ্য দিয়া রেলের রাস্তা গিয়াছে । দেবগণ এই গেট দিয়া প্রবেশ করিয়া চাদনীচকে যাইয়া উপস্থিত হইলেন। ব্ৰহ্মা। বরুণ ! ঐ যে দেখা যাচ্ছে, উহা কি ? বরুণ। উহার নাম জুম্মা মসজিদ। এমন প্রকাও মসজিদ অদ্যাপি মনুষ্য দ্বারা নিৰ্ম্মিত হয় নাই। হিন্দুদিগের যেমন শ্ৰক্ষেত্রের জগন্নাথের মন্দির— মুসলমানদিগের তেমনি জুম্মা মসজিদ। ব্ৰহ্মা। সমস্তই শ্বেতপাথরের ! বরুণ। ইহা আগ্রার তাজমহলের অপেক্ষা নীচু, কিন্তু দিল্লীর সকল বাডি অপেক্ষ উচ্চ। মসজিদটি মক্কার দিকে সম্মুখ করিয়া আছে। উহা ২০১ ফিট লম্ব, ১২ ফিট চওড়া। উহার মস্তকে তিনটি গিলটি-করা লাল ও কাল পাথরের মুসজ্জিত স্তম্ভ আছে । ঐ মন্দির নিৰ্ম্মাণ করিতে দুশলক্ষ টাকা ব্যয় হয়। ইন্দ্র । এত টাকা পেতো কোথায় ? বরুণ। ভারতের সমস্ত ধনরত্ব লুঠ করিয়া আনিয়া এইস্থানে টাকার শ্রাদ্ধ করা হইয়াছে। ইন্দ্র। বরুণ ! ঐ সম্মুখের প্রকাও বাড়ীটি কি ? বরুণ । উহা সাজাহান বাদশার রাজবাটি এবং কেল্লা । উহার প্রাচীর রক্তবর্ণ এবং আড়াই মাইল বিস্তৃত । অন্দরে জল লইয়া যাইবার জন্য উক্ত বাদশ। যে খাল খনন করান, তাহা অদ্যাপি বর্তমান আছে । রাজবাটিতে প্রবেশ করিবার দ্বারের উপর নহবতখান, তৎপরে কিছু দূরে দেওয়ানী খানা। দেওয়ানী খানাতে সম্রাটের প্রকাগু দরবার হইত। এইস্থানে তাহার ময়ূর-সিংহাসন ছিল। ঐ

  • তৃতীয় আলমগীর ইংরাজদিগকে দেওয়ানী প্রদান করেন।

(i \