পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন দাড়াইয়া চতুর্দিকে চাহেন আর হাস্ত করিয়া কছেন, “এত বড় কলিকাতাটা হেন শরীর মত দেখাইতেছে।” s: উপরে উঠিয়া উপর মহা আমোদ । সে একবার ছুটিয়া এক দিকে যাইয়া কহে, “উঃ ! বাবা ! গরুটাকে যেন ছাগল বোধ হ'চ্চে * অপর দিকে যাইস্থা কহে, “উঃ ! বাবা এক মাগি যাচ্চে–যেন বেণে পুতুল !" এই সময় একটি সাহেব ১ণ১৫টি পুত্র কন্যা ও মেম সহিত উপরে উঠলেন। দেবগণ র্তাহার বংশবৃদ্ধি দেখিয়া আশ্চর্যাম্বিত হইলেন। নারায়ণ মনে মনে ভাবিলেন “উঃ ! যেন রক্তবীজের ঝাড় !" উপ'র সাহেবের দিকে ভ্ৰক্ষেপ নাই । সে র্তাহীর গাত্রে ঠেশ মারিয়ু এক দিকে ছুটিয়া গিয়া কহে “উঃ ? বাবা । গঙ্গাটাকে যেন শণের দড়ি বোধ হ'চ্চে।” পুনরায় মেমের গাত্রে ঠেশ মারিয়া অপর দিকে ছুটিয়া গিয়া ক *উঃ ! বব ! গির্জাটাকে যেন দুর্গামণ্ডার মত দেখাচ্চে।" * সাহেবকে উপ বারংবার বিরক্ত করায় সাহেব তাহার হাত দুখানি ধরিয়া কহিলেন, “দাড়াও দুষ্ট বালক !—তোমাকে নীচে ফেলে দিই!” উপ তখন চীৎকার করিয়া কাদিয়া উঠিল । সাহেব হাস্ত করিতে লাগিলেন । ব্ৰহ্মা । বরুণ ! সত্য সত্য ফেলে দেবে না ত ? বরুণ । না না, দেবে না । সাহেবটি অতি ভদ্র । ইংরাজরাজ্য ; এ রাজ্যে কি রাজা, কি প্রজ। কাহারও প্রতি কাহারও অত্যাচার করিবার ক্ষমতা নাই । ব্ৰহ্মা । ভাই, নেবে চল । যেখানে সাহেব-স্থবোর সর্বদা যাতায়াত তথায় এক তিলাৰ্দ্ধ থাকিবীর আবশ্যকতা নাই । বিশেষতঃ এই ভারতসাম্রাজ্য, এই মকুমেণ্ট ইংরাজের ভিন্ন দেশীয়ের নহে। অতএব উহারা যদি একটা কথা বলিয়া অপমান করে, সে অপমান গায়ে মাখিবার প্রয়োজন কি ? “তবে চলুন" বলিয়া, বরুণ পিতামহের হাত ধরিয়া নীচে নামাইতে লাগিলেন । যেমন সকলে নীচে নামিয়াছেন, পিতামহ কহিলেন, “ঐ যা । আমার জুতায় বিষ্ঠার মত আঠা আঠা কি লেগে গেল ! বরুণ । অত্যস্ত গ ধিন খিন ক'র চে ?” বরুণ । এখানে বিষ্ঠ কেমন ক’রে আসবে ? উপ। সাহেবট যে কাচ্চ বাচ্ছা সঙ্গে ক’রে এনেছে ; বোধ হয় মধ্যে কেহ ত্যাগ ক’রে থাকবে । - ব্ৰহ্মা । উপ, ঠিক ব’লছিস ; শুকে দেখতে বাবা । Φθι"