পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা উপ তৎপ্রবণে উবু হুইয়া বসিয়া কহিল "কর্তীজেঠ । সাহেবের বিষ্ঠা ” মারা। উপ। তুই মরে যা, তুই কি প্রকারে জানলি সাহেবের বিষ্ঠা ? উপ। তা না হ’লে কি সাহেবপাড়ায় এসে বাঙ্গালীদের এই দ্রব্য ত্যাগ ক'রে যেতে সাহস হয় ? দেবগণ এথান হইতে চলিলেন । পিতামহ দুই এক পদ গমন করেন আর কছেন, “বরুণ আমার অত্যন্ত গা ঘিন ঘন ক’বৃচে, পা না ধুয়ে যে এক পাও চলিতে পাৰি নে ৷” - এই সময়ে তাহারা দেখিলেন—মগুমেন্টের অদূরে একটি পুষ্করিণীর তীরে কতকগুলি গৰু চরিতেছে । পিতামহ সরোবর দেখিয় সেই দিকে চলিলেন এবং কহিলেন, “অ’ । বঁচিলাম, প। ধৌত ক’রে এসে আপাততঃ বঁচি, তখন বাসায় গিয়া স্নান করিণ । সকলে নীবে উপস্থিত হইলে পদ্মযোনি যেমন তাড়াতাড়ি ঘাটে নামিয়া পদ প্রক্ষালমের উদ্যোগ করিয়েছেন, অগ্নি একজন পাহারাওয়ালা ছুটিয়া আগিয়া নিষেধ করিল। ব্ৰহ্মা । বরুণ ! এ কি । যাদের দেশ, যাদের মাটি, যাদের জল, তাদের জলে নামিয়া হস্ত পদ ধৌত করিবারও অধিকার নাই । আহা ! তবে আমার ভারতবাসীর স্থখ কৈ ? আমার ভারতসন্তান দেখিয়েছি ইংরাজাধিকারে সকল বিষয়েই পরাধীন । ইহাদের জলটুকু ব্যবহার করিবার স্বাধীনতা নাই, তবে ইহাদের আর জীবনে মুখ কোথায় ? - “আজ্ঞে, জলে ঘে-সে নামিলে পানীয় জল নষ্ট হইতে পারে এই আশঙ্কান্থ পাহারা বসাইয়া জল রক্ষণ করা হইতেছে । সকলেই এখান হইতে পান করিবার জন্ত জল লইতে পারে” বলিয়া, বরুণ উপ'র উড়ানীখান। জলে ভিজাইলেন এবং সেই জলে পিতামহের চরণ ধৌত করিয়া দিলেন। এখান হইতে সকলে একস্থানে যাইয়া উপস্থিত হইলে উপ চীৎকার করিয়া কহিল, ‘ওরে বাপরে ! দেখা যাচ্চে ওটা কি ?” বরুণ। উহার নাম প্রেসিডেন্সী জেল। কলিকাতার অধীনস্থ স্থান-সমূহে যত লোক ফৌজদারী মকদ্দমায় কয়েদ হয়, তাহাদিগকে এই জেলে আনিয়া অবরুদ্ধ করিয়া রাখে । ইহাতে প্রায় হাজার কয়েদী আছে । ইহার মধ্যে দেওয়ানী জেলও আছে। দেনার জন্য যাহারা অবরুদ্ধ হয়, তাহারা উহাতে বাস করে। এই জেলখানার দক্ষিণদিকে ফাণীর স্বর। জেলের মধ্যে কয়েদী 器命*