পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেৰগণের মর্ত্যে আগমন একটু জীৱ দরকার হলেই আমাকে বুজিয়ে জমা বাছির করে স্বয়। দেখ ২ —জাগে জামার সীমা টাকশাল পৰ্যন্ত ছিল ; ক্ৰমে বুজিয়ে কোথাৎ, এনেছে। " - ৰখা। মা তোমার কষ্ট ভনে আমার পেটে ভাত বা না, চক্ষে নিম্বt. আইসে না, আর কিছুদিন চোক কান বুজে খাক—স্বর্গে নিয়ে যাচ্চি। . তোমার জলে যত লোক স্নান ক’চ্ছে সকলেই হিন্দুস্থানী। বাঙ্গালীৱ1 , গঙ্গাস্বানে আসে না ? গঙ্গা। তার কলের জলে বাসার স্বান করে। বলে, গঙ্গাস্বানে সঞ্চি, হবার সম্ভাবনা । ব্ৰহ্মা। হিন্দুস্থানী স্ত্রীলোকদিগের তোমার উপর বেশ ভক্তি দেখচি। গঙ্গ। ওরা রোজ রোজ স্নান করতে আসে। ফিরে যাবার সময় হাত নেড়ে আবার কত স্তব পাঠ করে। জল হইতে উঠিয়া পিতামহ চতুর্দিকে চাহিতে চাহিতে কহিলেন, “বরুণ । এ ঘাটটা কাহার ? ঘাটের নাম কি ?” বরুণ । এ ঘাটের নাম জগন্নাথের ঘাট হইয়াছে। বৃন্দাবনে ফে লালাবাবুর বিষয় আপনাকে বলিয়াছি, এই জগন্নাথের ঘাট ও দেবমূক্তি প্তাহারই প্রতিষ্ঠিত। লালাবাৰু পাকপাড়ার রাজবংশে জন্মগ্রহণ করেন। দেবগণ বাসায় আসিয়া আহার করিলেন । এই সময় গোলাপ ফুলের স্বং কুসুমফুলের রং বলিয়া রাস্তা দিয়া স্থাকিয়া যাইল । আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া সকলে নগর ভ্রমণে বহির্গত হইলেন । তাহারা লালদীঘির ধার দিয়া বেটিং ষ্ট্রীট দেখিতে দেখিতে একটা মসজিদের নিকট উপস্থিত হইলেন। ইন্দ্ৰ কহিলেন, “বরুণ । সম্মুখে দেখা যাইতেছে—ওটা কি ?” বরুণ। ইহার নাম টিপু সুলতানের মসজিদ। এই মসজিদটীর মেজে প্রস্তর নির্মিত। এই মসজিদে অনেক মুসলমান ভজনা করিয়া থাকে। ইন্দ্র। টিপু সুলতান কে ? বরুণ। ইনি হাইদারাবাদের নবাব হাইদার আলির পুত্র। রাজপ্রতিনিধি লড়াকরণওয়ালিসের সময় ইহার সহিত ইংরাজদিগের ঘূে যুদ্ধ হয়, তাহাতে ইনি পরাস্ত হইয়া সন্ধি করেন। ঐ সন্ধিতে ইহাকে অর্ধেক রাজ্য, যুদ্ধের খরচ তিন কোট টাকা এবং ছটি পুত্রকে বন্ধকশ্বরূপ রাখিতে হইয়াছিল। ঐ পুত্রের ইংরাজের নিকট অবরুদ্ধ থাকিয়া টালিগঞ্জে বাস 鶴**