পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা করিতেন। এই মসজিদটী তাহারাই নিৰ্ম্মাণ করিয়া পিতার নামানুসারে নাম করণ করিয়াছেন । ইন্দ্র । লড করণওয়ালিস কিরূপ ভারতশাসন করিয়াছিলেন ? বরুণ। ইনি দৃঢ়তা ও তেজস্বিতার সহিত শাসন করিয়া ভারত সাম্রাজো অনেকটা সুবন্দোবস্ত করিয়া দিয়া যান । এই মহাত্মা সরকারী কৰ্ম্মচারীদিগের কুব্যবহার দূর করিয়াছিলেন । তৎকালে কোম্পানীর কৰ্ম্মচারীদিগের বেতন অল্প ছিল, তাহারা উৎকোচ গ্রহণ করিতেন । তদ্ভিন্ন বেনামীতে বাণিজ্য করিয়া অসদুপায়ে অর্থ সঞ্চয় করিতেও ছাড়িতেন না । তিনি যুদ্ধাদিতে জয়লাভ করিয়া যেমন যশোভাজন হইয়াছিলেন, তেমনি রাজস্বের চিরস্থায়ী বন্দোবস্ত করিয়া প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন । এই বন্দোবস্তে জমিদারদিগের বিলক্ষণ সুবিধা ও প্রজার যার পর নাই অসুবিধা হয় । কারণ যখন জমিদারেরা দেখিলেন, গবর্ণমেণ্টকে বৎসর বৎসর নিয়মিত কর প্রদান করিলে তাহারা ভূমির অধিকার হইতে বিচুত হইবেন না, তখন র্তাহারণ স্ব স্ব জমিদারির উৎকর্ষ সাধনের মানসে প্রজার করবৃদ্ধি ও লাখরাজ ব্ৰহ্মত্র প্রভৃতি বাজেয়াপ্ত করিতে আরম্ভ করিলেন । প্রজারা সকলই সহ করিতে লাগিল ; কারণ, তাহীদের স্বত্ব রক্ষার্থ কোন উপায় নির্দিষ্ট করা হয় নাই । এই গবর্ণর জেনারেল দেওয়ানী ও ফৌজদারী বিচারালয়সমূহেরও সংস্কার সাধন করেন। তৎপূৰ্ব্বে ভারতবাসীদিগের আচার ব্যবহারের উপযোগী যে সকল নিয়ম পুস্তকাকারে প্রচারিত হইয়াছিল, তাহাতে পুলিস কৰ্ম্মচারীদিগের ক্ষমতার অতিরিক্ত বৃদ্ধি করা হয়। ঐ নিয়ম প্রচলিত থাকিলে প্রজাদিগের উপর পুলিস যথেষ্ট অত্যাচার করিতে পারিত। তদ্ভিন্ন ঐ আইনপুস্তকে দেশীয় দিগের বিচারসংক্রাস্ত কোন কার্য্যে নিযুক্ত করিবার ব্যবস্থা করা হয় নাই ; অধিক কি, তাহারা অতি সামান্ত সামান্ত সরকারি কৰ্ম্ম ভিন্ন অপর কৰ্ম্ম পাইবে না, এইরূপ নিয়ম করা হইয়াছিল। মহাত্মা করণওয়ালিস তৎসমস্তের সংশোধন করিয়া কীৰ্ত্তিস্থাপন করিয়াছেন । এখান হইতে দেবগণ একস্থানে যাইয়া দেখেন—গাড়ী ঘোড়ার ভয়ানক ধুমধাম। লোকে উত্তম উত্তম গাড়ী ভাড়া করিয়া লইয়া যাইতেছে। সওয়ারের অশিক্ষিত অশ্বপুষ্ঠে আরোহণ করিয়া “টগাবগ টগবগ” শব্দে রাস্তার এক প্রাস্ত হইতে অপর প্রাস্তে দৌড় করাইয়া শিক্ষণ দিতেছে। কারখানায় অসংখ্য গাড়ী প্রস্তুত হইতেছে ও গাড়ীতে রং মাখাইতেছে । কোন স্থানে গাড়ী co-es