পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ব্যক্তির । ইহার পুরাতন জরের ঔষধ বড় উৎকৃষ্ট। ঐ ঔষধ বিক্রয় দ্বারা ইনি যথেষ্ট টাকা উপার্জন করিয়াছেন । ডিম্পেন্সারির উপরে হোটেল। দেবগণ এই রাস্তার উভয় পার্থে সারি সারি জুতার দোকান দেখিতে দেখিতে চলিলেন । দেবরাজ একটি দোকান হইতে পক্ষিরাজ ঘোড়ায় চড়িবার জন্ম এক জোড়া রাইডিং বুট খরিদ করিয়া লইলেন এবং উপকে এক জোড়া জুতা কিনিয়া দিলেন । বরুণ কহিলেন, “এখানকার জুতা বিক্রেতারা, বোকা ও চতুর দেখিয়া, জুতার মূল্য কম বেশী কবিয়া লইয়া থাকে।” যেমন সকলে জুতা খরিদ করিয়া দোকানের বাহিরে আসিয়াছেন, উড়ে বেহারারা চতুৰ্দ্ধিক হইতে আসিয়া তাহাদিগকে এমটি হাউসে যাইবার জন্য উপরোধ করিতে লাগিল । ব্ৰহ্মা । বরুণ ; উড়ে পাণ্ডারা কি বলে ? এখানে কি কোন দেবালয় আছে ? বরুণ। আপনি চলুন, ও দেবালয় আমাদের নহে। নারা । বরুণ । উহারা কোথায় যাইতে বলে ? বরুণ তৎশ্রবণে নারায়ণের কানে কানে কত কি বলিতে লাগিলেন । নারায়ণ যত শুনেন “ব্ল্যা।” “উ !" শব্দে সবিস্ময়ে প্রশ্ন করেন ও হান্ত করেন। উপ কিছুই বুঝিতে পারিল না, কেবল এক দৃষ্টি নারায়ণের মুখের দিকে চাহিয়া রহিল। পিতামহ ফিরিয়া দাড়াইয়া কহিলেন, “তোমরা কি ( গল্প কবৃচে ?” “ও আর আপনার শুনিবার প্রয়োজন করে না” বলিয়া সকলে যাইয়া একটা বৃহদাকার দোতল। বাড়ীর নিকটে উপস্থিত হইলেন। বাড়ীটির চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। যখন সকলে একদৃষ্টি বাড়ী দেখিতেছেন উপ যাইয়া তাড়াতাড়ি প্রস্রাব করিতে বসিল । যেমন সে প্রস্রাব করিয়া উঠিয়াছে, অমনি দুই দিক হইতে দুইজন কনষ্টেবল আসিয়া তাহাকে ধৃত করিয়া লইয়া চলিল। দেবগণ এ ঘটনা অবগত নহেন, তাহারা বাড়ীই দেখিতেছেন এবং বরুণ কহিতেছেন “ইহার নাম লাল বাজার পুলিস ” এই সময়ে উপ চীংকার করিয়া কাদিয়া কহিল, “ঠাকুর কাকা । রাজা কাকা । কৰ্ত্ত জ্যেঠা । বরুণ ! ...। শীঘ্ৰ আসিয়া আমাকে রক্ষা কর, কোথায় ধরে নিয়ে যাচ্ছে ।" উপর । ক্রদনে সকলে কি ! কি ! শৰে ছুটিয়া গিয়া সবিশেষ অবগত হইলেন পাহারাওয়ালাদিগকে র্তাহারা কত বিনয় করিয়া বলিলেন, কত জল খাবার 8 ጫ ጬ