পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন সিংহাসন দুটি ময়ূরের উপর সংস্থাপিত ছিল বলিয়া ময়ূর-সিংহাসন বলে। ময়ূর ছুটির পেখম, পুচ্ছ, গাত্র এবং চক্ষু বহুমূল্য মণিমুক্তার দ্বারা স্থসজ্জিত করা ছিল। সিংহাসন দেখিলেই বোধ হইত, উহা আমাদের কাৰ্ত্তিকের নিকট হইতে বলপূৰ্ব্বক লওয়া হইয়াছে । ব্রহ্মা। বরুণ! সম্রাট যে পোশাক পরিধান করে ময়ূর সিংহাসনে বসিতেন, তাহার মূল্য কত ? বরুণ। তাহার মূল্য নিরূপণ করা কঠিন। কারণ আমার নিকটে যাইয়া দেখিবার ক্ষমতা ছিল না। ঐ সিংহাসন নদীর শী বলপূর্বক লইয়া যান। নারা। স্ত্রীলোকদিগের সহিত মুসলমান বাদশাদিগের অনেক সোঁসাদৃপ্ত আছে । তাহারা যেমনটাকা হাতে পেলেইগহনাকিংবাভাল কাপড়ের জন্য ব্যয় করে, সম্রাটেরা তেমনি নগদ টাকা হাতে না রেখে সিংহাসন, মসজিদ ইত্যাদিতে ব্যয় করিতেন । ব্ৰহ্ম। ভাল, ঐ ছোট ছোট একতাল। জানালাবিহীন ঘরগুলি কি ? বরুণ । উহা সম্রাটের অন্দরমহল ! তাহারা বেগমদিগকে অপরে দেখিবে ভাবিয়া বড় কষ্টে রাখিতেন। মুর্শিদাবাদের নবাবেরাও এই নিয়মে চলেন। কিন্তু কলিকাতার অনেক বাবুর নিয়ম স্বতন্ত্র—র্তাহার রাস্তার ধারে অসংখ্য জানালাযুক্ত দোতলা তেতালাতেও পরিবার রাখিয়া তৃপ্ত হইতে পারেন না। সময়ে সময়ে তাহাদিগকে খোলা গাড়িতে পাশে বসিয়ে বিবি সাজিয়ে ইডেন গার্ডেনে হাওয়া খাইয়ে আনেন। ব্ৰহ্মা। বেদে লেখা আছে—কলির শেযদশায় স্ত্রীলোকেরা স্বেচ্ছাচারিণী হয়ে যথা তথা ভ্রমণ করবে, তাহারই স্থত্রপাত । বরুণ । ওদিকে যে বাড়ি দেখিতেছেন, উহার মধ্যে বাদশার তিনটি শ্বেতপাথরের স্বানের ঘর আছে। গৃহের ভিতর অনেক নল-লাগান ঝরণাও দেখিতে পাওয়া যায়। ঐ তিনটি গৃহে উষ্ণ, শীতল ইত্যাদি জল থাকিত। জল গরম করিতে প্রত্যহ একশত মণ করিয়া কাঠ লাগিত । ইন্দ্র। দেশের পালা-ঝালা আর রাখতে না বল ! ইহার পর দেবতার চাদনীচকে যাইয়া দেখেন, একটি বাড়িতে কালোয়াতি গান হইতেছে। ইহারা আর কখন কালোয়াতের মুখে গান শুনেন নাই। অতএব আগ্রহসহকারে ভিত্তরে প্রবেশ করিলেন বটে ; কিন্তু গানগুলি হিন্দি বলিয়া এক ¢ቖ