পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন দিতে চাহিলেন, কিন্তু কিছুতেই তাহারা পরিত্যাগ করিল না, ধরিয়া লইয়t চলিল । বরুণ। উপ! তোর ভয় নাই ; যেখানে নিয়ে যাক না, আমরাও তোর পশ্চাৎ পশ্চাৎ যাইতেছি । নারা । বরুণ । উপ'র দশা কি হবে ? বরুণ। হবে আর কি-বড় জোর দুই চারি আনা জরিমানা । দেবগণ এখান হইতে পুলিসের নিকট যাইয়া দেখেন—মহা-ধুমধাম, যেন শ্রাদ্ধবাড়ী। অসংখ্য খঞ্জ, কাণ ফিরিঙ্গি বসিয়া দরখাস্ত লিখিয়া দিয়া পয়সা উপার্জন করিতেছে। উকীলেরা ঘুরে ঘুরে বেড়াইতেছে। দেবগণ উপ'র উদ্ধারের জন্য এই স্থানে পয়সা খরচ করিয়া একখানি দরখাস্ত লিখাইয়া লইলেন । তৎপরে সকলেই ভিতরে প্রবেশ করিলে বরুণ কহিলেন “দেখ দেবরাজ ! ঐ যে পূৰ্ব্ব দিকের বাড়ী দেখিতেছ, উহার উপর পূৰ্ব্বে লক্ হাসপাতাল ছিল ।" ইন্দ্র । লক্ হাসপাতাল কি ? বরুণ। ঐ স্থানে চৌদ্দ আইনের পরীক্ষণ লওয়া হইত। যে বেঙ্গার রোগ থাকিত, এই স্থানে রাখিয়া আরোগ্য না হওয়া পর্য্যন্ত তাহাকে চিকিৎসা করা হইত। নারা । বলিহারি ইংরাজরাজকে ইহাদের দেখছি সকল দিকেই দৃষ্ট আছে । ভাল বরুণ । এত রোগ থাকিতে বেখ্যাদিগের ও রোগের প্রতি রাজপুরুষদের চিত্তাকর্ষণ হইল কেন ? বরুণ । গোরার বেগুলিয়ে যাইয়া ঐ রোগগ্রস্ত হওয়াতে চোঁদ আইন প্রচারিত হয় । যাহা হউক, নারায়ণ । লালবাজার পুলিসটা কেমন দেখিতেছ বল ? নারা । ঠিক যেন দ্বিতীয় কালাস্তপুরী । বরুণ। এই পুলিলে কলিকাতার মৃত ফৌজদারী মকদ্দমা হইয়া থাকে। এখানে চারি জন পুলিস ম্যাজিষ্ট্রেট আছেন। তাহার কলিকাতার উত্তর পূৰ্ব্ব দক্ষিণ পশ্চিম চারি বিভাগের যাবতীয় ফৌজদারী মকদমা করিয়া থাকেন ; ইহা ব্যতীত অবৈতনিক ম্যাজিষ্ট্রেট মহোদয়েরাও এখানে আসিয়া বিচার করেন । দেবগণ একটি গৃহে প্রবেশ করিয়া দেখেন–বিচারাসনে একটী বাঙ্গালী 8ማ &