পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্তে আগমন বাবু সাজা, চোন ঘড়ি ঝুলান তোদের ষে রোগ হয়েছে—এখন উঠে এস ! টাকার শোকে অধীর হ'লে হবে কি ? ইন্দ্র । ঠাকুর দা ! আমি অধীর হই নাই, তবে চমৎকৃত হইয়াছি বটে । আমি ভাবছি—ইহাদের কি চমৎকার হাত বশ । কি চমৎকার অভ্যাস। বলিহারি কলিকাতার জুয়াচোরগণকে--তাহাদের সাহল ও শিক্ষাকে । আহ । ইহারা যে পরিশ্রমে এই জুয়াচুরি শিক্ষা করিয়াছে, সেই পরিশ্রমে যদি অপর কোন ভাল বিষয় শিক্ষা করিত, তাহা হইলে ভারতের অনেক হিতসাধন করিতে পারিত। এখান হইতে এক স্থানে যাইয়া দেবগণ দেখেন—নিলামে অনেক দ্রব্যাদি বিক্রয় হইতেছে। অনেক লোক দাড়াইয়া কিনিতেছে। বরুণ কহিলেন, "ইহার নাম পার্কার কোম্পানীর নীলাম । মেকাঞ্জি লয়েল কোম্পানী কলিকাতার যাবতীয় নীলামের কার্য্য করিতেন ; এমন কি গবর্ণমেণ্টের আফিস পর্যস্ত বিক্রয় করিতেন । এক্ষণে পার্কার সাহেব নীলাম কার্যে বিলক্ষণ লাভ দেখিয়া এই আফিসট খুলিয়াছেন । ইহাদের কার্য এই, কি খাদ্য সামগ্ৰী— কি পরিধেয় বস্ত্র, বিলাতে যে সমস্ত দ্রব্য বিক্রয়োপযোগি না হয়, তাহাই নিলাম করিয়া থাকেন। যাহারা নিলামে ক্রয় করে, তাহারা বাজার অপেক্ষ সন্ত দরে পায় । তবে কেহ বা নীলামে খরিদ করিয়া ভাল জিনিস পায়, কেহ বা যাহা কিছু কেনে, একেবারে মাটি ।” “ষা থাকে কপালে—নীলামে কিছু কিনে নিই ; না হয় পয়সাগুলো জলে যাবে" বলিয়া নারায়ণ কয়েকটা থান খরিদ করিলেন। দেবরাজ প্রভৃতি কহিলেন, “ভাই ! যদি ভাল হয়, আমাদের কিছু কিছু অংশ দিও।” এখান হইতে যাইয়া সকলে দেখেন—একটী ঔষধালয়ে অসংখ্য ঔষধের শিশি সাজান রহিয়াছে । দেবরাজ কহিলেন, “বরুণ ! এ ঔষধালয়টর নাম कि ?” বরুণ । ইহার নাম স্মিথ ষ্ট্যানখ্ৰীট, কোম্পানীর ডাক্তারখানা । ইহারাও ব্যাথগেট, স্কুট টমসন কোম্পানীর ন্যয় ঔষধ বিক্রয় করিয়া থাকেন। ইহাদের দোকানে পাক চুল কাল হইবার অতি উৎকৃষ্ট ঔষধ আছে। ইন্দ্র । ঠাকুরদাকে এক শিশি কিনে দিলে হয় না ? ব্ৰহ্মা । কি ? ইন্দ্র। পাকা চুল কাল হইবার ঔষধ । 8tr в