পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাভ ব্ৰহ্ম। আমার আর চুল কাল করে কি হবে ? যাবার সময় হয়েছে। তোদের তবু কতকটা কাচা বয়স-কিনে নিয়ে সাধ মেটা। নারায়ণ ও দেবরাজ বরুণের কানে কানে কহিলেন, “আমাদের দুই এক গাছি করিয়া চুল পাকিতে আরম্ভ হইয়াছে, অতএব এক শিশি কি নিয়া দেও।" বরুণ তৎশ্রবণে র্তাহাদিগকে লইয়া ভিতরে প্রবেশ করিলেন এবং দুই জনকে দুই শিশি খরিদ করিয়া দিলেন । পিতামহ তদৃষ্টে হাস্ত করিতে করিতে কহিলেন, “তোদের দেখছি বুড়ে বয়সেও সখ মেটে নাই ।” এখান হইতে এক স্থানে যাইয়া বরুণ কহিলেন, “দেবরাজ । সম্মুখের দোকানের দিকে চেয়ে দেখ ।” নারা । এ দোকানটি কাহার ? বরুণ। রডা কোম্পানীর দোকান । এই দোকানে বন্দুক, তরবার, কামান প্রভৃতি বিক্রয় হইয়া থাকে। নারা । আমাকে ভাই একটি ডবল ব্যারেল বন্দৃক খরিদ করিয়া দেও, স্বর্গে লইয়া গিয়া সকলকে দেখাইতে হুইবে । বরুণ তৎপ্রবণে দেবগণকে লইয়া ভিতরে প্রবেশ করিলে তাহারা, বন্দুকাদি দেখিতে লাগিলেন। উপ চঞ্চল স্বভাব প্রযুক্ত একবার এ বন্দুক একবার ও বন্দুক ধরিতে লাগিল। হঠাৎ সে যেমন একট হাওয়ার বন্দুকে হস্তীর্পণ করেছে, অমনি বলুকটর আওয়াজ হইয়া একটী বেল লণ্ঠন ফাটিয়া গেল । উপ তখন ভয়ে কঁাপিতে লাগিল । নারায়ণ উপকে তিরস্কার করিয়া কহিলেন, “তোর ছোড়ার কি সকল জিনিসেই হাত না দিলে নয় ? তোকে সঙ্গে করিয়া আনা আমাদের অন্যায় হইয়াছে।" বলিয়া সেই ফাট লণ্ঠনট ও একটা ডবল ব্যাবেল বন্দুক খরিদ করিয়া লইয়া বহির্গত হইলেন। বাহিরে আসিয়া দেবরাজ কহিলেন “বরুণ । এ দোকানটির নাম কি বলিলে--রড়া কোম্পানীর বন্দুকের দোকান ? ? বরুণ। ই ভাই । পূৰ্ব্বে এই দোকান উক্ত কোম্পানীর ছিল, অস্থাপি নেই নামেই চলিতেছে, ফলতঃ এক্ষণে দোকানটী হামিণ্টন কোম্পানী খরিদ कब्रिग्ना ब्रद्देब्रट्छ्न् । এখান হইতে সকলে ডেলহাউলি স্কোয়ারের উত্তরাংশের বাস্তার উত্তরদিকে এক স্থানে উপস্থিত হইলে পিতামহ কহিলেন, ‘বরুণ ! সম্মুখের এ বৃহৎ বাড়ীট কি ? এখানে এত ঘোড়া পাৰি কেন ?" を切r。