পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকা" ব্ৰহ্মা । আচ্ছা—দার জিলিং ন যাইয়া গ্রীষ্মের কয়েক মাস বিলাত যাইয় অবস্থিতি করিলে ত রাজপুরুষদিগের শরীর আরও ভাল থাকে । বরুণ । এখানে না আসিলেও ত হয় ! ব্ৰহ্মা । তাই ত বটে ; ওঁরা যে সেই সংবাদ দেওয়া কলটা হাতে করে । যেখানে সেখানে ব'সে রাজ্য করতে পারেন । - এখান হইতে সকলে লায়ন্স রেঞ্জ নামক রাস্তার উত্তর ধারে যাইলে বরুণ কহিলেন ' দেবরাজ ! টর্ণর মরিসন কোম্পানী নামক একটী বিলাতী সদাগরের অফিস দেখ। ইহারাই ১২৩ নম্বর চিনি প্রস্তুত করিয়া থাকেন । ইহাদের কাশীপুরে একটা চিনির কল অাছে। তদ্ভিন্ন ইহারা বিলাত হইতে লোহ লক্কড়, মদ প্রভৃতি নানাপ্রকার সদাগরীর দ্রব্য আমদানী করিয়া থাকেন । এই কোম্পানীর ২৩ খানি নিজের জাহাজ আছে। ইহাদের হইতে বিস্তর বাঙ্গালী বড় মানুষ হইয়া গিয়াছে । ইহাদের জাহাজ হইতে দ্রব্যাদি অফিসে উঠাইয়া দিবার জন্য অনেক কনট্রাক্টর, অাছে। কনট্রাক্টবের ঐ কাজে বিস্তর টাকা উপার্জন করিয়া থাকে । এখান হইতে যাইয়া নারায়ণ কহিলেন, “বরুণ । সম্মুখের এ বাড়ীটি কি ? বরুণ । ইহার নাম পশ্মিট—অর্থাৎ যে সকল বাণিজ্যদ্রব্যের আমদানী রপ্তানী হয়, এই স্থান হইতে পাশ অর্থাৎ ছাড়পত্র না লইলে যাইবার ও আসিবার হুকুম নাই । এই কারণে ইহার নাম পশ্মিট অর্থাৎ অনুমতিস্থান হইয়াছে। এই পৰ্মিটে বিস্তর লোক কাজকৰ্ম্ম করিতেছে। এখানে লোকে ইচ্ছা করিলে প্রতারণাও করিতে পারে । ইন্দ্র । কি প্রকারে ? বরুণ । মনে কর, যে সমস্ত দ্রব্যের আমদানী হয়, সেই সমস্ত দ্রব্যের মধ্য হইতে যখন একটী বস্ত খুলিয়া পরীক্ষা করা হয়, তখন আর একটা বস্তা বাহির করিয়া লইয়া তৎপরিবর্তে একটা যে-সে দ্রব্যের বস্ত প্রবেশ করাইয়া দেওয়া যাইতে পারে । এই সময়ে তীর্থস্থানের পাণ্ডার ন্যায় কতকগুলো লোক ছুটিয়া আসিয়া দেবগণকে চতুর্দিক হইতে পরিবেষ্টন করিল এবং কহিল “আপনার কি দিতে পারেন বলুন, তাহা হইলে ফরম্ পূরণ করিয়া স্বাক্ষর করাইয়া আনিয়া দিয়া যাহাতে আপনাদিগের মালামাল শীঘ্র রওনা হইতে পারে, তাহার চেষ্টা করিয়া দিতেছি ।” দেবগণ তৎপ্রবণে কহিলেন, “বাপু ! আমরা মহাজন بتاعراج