পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ह्निौ ছত্রও বুঝিতে পারিলেন না। র্তাহার কালোয়াতের অঙ্গভঙ্গী ও মাথা নাড়া দেখিয়া পরস্পরে গা টেপাটেপি করিয়া হেসে বঁাচেন না। তথা হইতে প্রত্যাগমন করিবার সময় প্রত্যেকে চাদনীচক হইতে এক-একটি গুড়গুড়ির নল এবং এক একখানি বাক্সে বসান আয়না কিনিয়া লইলেন । এই সময় পদ্মযোনি একটি খাল দেখিয়া কহিলেন, “বরুণ ! ও খালটি কি ?” বরুণ । আলিমর্দান-নামক এক ব্যক্তি ঐ খাল খনন করায় বলিয়া উহাকে আলিমর্দানের খাল কহে । এই খালের উভয় তীর শ্বেতপাথর দিয়া বাধান । ইহা প্রায় ৫ ফিট গভীর ও তিন মাইল লম্বা হইবে। ইহার অনেকগুলি সেতু আছে এবং ধারে ধীরে ওমরাহদিগের ভাল ভাল অট্টালিকা আছে। এইস্থান হইতে সকলে হাজারিবাগে যাইয়া উপস্থিত হইলেন এবং বরুণ কহিলেন, “দেখ, জনাৰ্দ্দন ! এইস্থানে মহম্মদ শা-নামক বাদশার বেগমের কবর আছে।” নারা। যেখানে সেখানে কবর ! দিল্লীতে যে-কত মামদে আর মামী ভূত আছে বলা যায় না । বরুণ। মহম্মদ শার সময় নাদীর দিল্লী আক্রমণ করেন, আজব জী ও সায়েদ খা নামক দুই ব্যক্তি র্তাহাকে এখানে আনেন । নাদীর ঐ বিশ্বাসঘাতকদ্বয়কে পরিশেষে শ্মশ্রমুণ্ডনপূর্বক অপমান করিয়া নগর হইতে বহিষ্কৃত করিয়া দিয়াছিলেন । তাহারা ঘৃণায় ও লজ্জায় বিষ ভক্ষণ করিয়া প্রাণত্যাগ করে । নাদীর এখানে রাজ্য করিবার অভিপ্রায়ে আসেন নাই । তিনি প্রথমে নগরের লোকের প্রতি অত্যাচার করেন নাই । কিন্তু হঠাৎ তাহার মিথ্যা মৃত্যু সমাচার নগরমধ্যে প্রচার হওয়ায় দিল্লী গেট হইতে লাহোর গেট পৰ্য্যন্ত লোক ক্ষেপে দাড়ায় এবং নাদীরের ২৩ জন লোককে হত্যা করে । তজ্জন্য তিনি ক্রোধান্ধ হইয়া অনুন বিশ হাজার লোকের প্রাণ নষ্ট করেন। হত্যাকাও প্রাতঃকাল হইতে আরম্ভ করিয়া দুই প্রহরের সময় সমাপ্ত হয় , ধাড়ী বাচ্ছ কেহই নিষ্কৃতি পায় নাই। হত্যার পর তিনি অগ্নি দ্বারা নগরের অনেক অংশ ধ্বংস করেন। পরিশেষে দুর্ভাগ্য সম্রাট কাদিতে কঁাদিতে যাইয়া তাহার চরণধারণপূর্বক সাস্বনা করিলে, তবে ক্ষান্ত হন এবং ময়ূর সিংহাসন সহ কোহিমুর মণি লইয়া প্রস্থান করেন। ব্ৰহ্মা। কোহিমুর মণি কি ? tS