পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকত। নারা। বরুণ। এই বাজারটার নাম নূতন চীনেবাজার ব'ল্পে নয় ? বরুণ । ই ভাই । এই বাজারটা কোম্পানীর বারিকের উত্তর । এই বাজারে অনেকগুলি বড় বড় দোকান আছে। ঐ সকল দোকানে বিবিদিগের পরিধেয় বস্ত্রাদি, কঁচের গ্লাস ও অন্যান্য দ্রব্যাদি বিক্রয় হইয়া থাকে । বাজারটী বৰ্দ্ধমানের মহারাজের । - এই সময়ে একটি ১২১৩ বৎসর বয়স্ক বালক থালার উপর কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র দধিভাণ্ড লইয়া দেবগণের নিকট উপস্থিত হইল এবং কহিল, “বাৰু ! দৈ নেবেন ? পয়সা পয়স ভাড়, উত্তম দৈ ৷” দেবগণ লইতে অসম্মত হইলে ছেলেটা এমনি ভাবে তাহীদের গাত্রে ঠেস দিয়। চলিয়া গেল যে, তাহার একটা দধিভাণ্ড দপি সহ পড়িয়া গেল । অমনি বালক কাদিয়া কহিল, “আপনার আমার দৈ ফেলিয়া দিলেন, বাবা কত ব’ক্বে, মীর বে।” পিতামহ তাহার ক্ৰন্দনে দুঃখিত হইয়া কহিলেন, “বাবা কঁদিস নে । একটা পয়সা দাম নে । নিয়ে তোর বাবাকে ব’লগে বেচে এসেছি।” বলিয়া, পয়সাটি দিবার উদ্যোগ করিলে বরুণ কহিলেন, “করেন কি ? এ বেটা জুয়াচোর, এ ঐরূপ করিয়া ভদ্রলোকের নিকট পয়সা আদায় করে ।” বালক । না বাবু আমি জুয়াচোর নই, সত্য সত্যই ভাল দৈ । "আচ্ছা তোর কেমন ভাল দৈ—পরীক্ষণ ক’রে দেখ চি" বলিয়া নারায়ণ একটা ভাও উঠাইয়া লইয়। কহিলেন, "উপ ! খেয়ে দেখ তো ।” বালক । তা দেখুন বাবু, ভাল না হ'লে পয়সা দেবেন না। “আচ্ছা দেখচি” বলিয়া উপ মূখে দিয়া কহিল, “ঠাকুরকাকা । চুণের জল ।” দেবগণের দৃষ্টি এই সময় উপর দিকে ছিল । তাহার “এই বুঝি তোর ভাল দৈ ?” বলিয়া চাহিয়া দেখেন, বালক অদৃপ্ত হইয়াছে। তখন পিতামহ কহিলেন, “বরুণ ! এ কি ? মৰ্ত্তোর দেখচি পেটের ছেলেটা পৰ্য্যস্ত প্রতারক । উঃ । ছেলেটা কি কান্নাই দোরস্ত ক’রেছে ? আমি তাই ভাবছি, হঠাৎ জল সহিত কান্না আনলে কেমন ক’রে ?” একস্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন “দেবরাজ ! আবুর্থনট কোম্পানীর দোকান দেখ । ইহারা বিলাত হইতে নানাপ্রকার বাণিজ্যদ্রব্য আমদানী কবিয়া থাকেন। বাণিজ্যদ্রব্যের মধ্যে লৌহদ্রব্যই অধিক। ইহা ব্যতীত অনেক বড় বড় সাহেব ইহাদিগকে এজেণ্ট, নিযুক্ত করিয়া বিশ্বাসপূৰ্ব্বক ইহাদের হন্তে প্রচুর পরিমাণে অর্থ জমা রাখিয়া থাকেন। ইহার 8b."