পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন তাহাদিগের অভিমত দ্রব্যাদি খরিদ করিয়া পঠাইয়া দেন এবং ঐ টীকা অন্যান্ত কারবারের দ্বারা বৃদ্ধি করিয়া দেন । ইহা ভিন্ন এই কোম্পানী চাউল, ধান, গম, পাট, কাঠ প্রভৃতি বিলাতে ও অন্তান্ত স্থানে চালান দিয়া থাকেন । সময়ে সময়ে দুর্ভিক্ষ হইলে গবৰ্ণমেণ্ট ইহুদিগকে চাউল খরিদ করিবার এজেণ্ট, নিযুক্ত করেন। গত মাদ্রাজ দুর্ভিক্ষের সময় ইহারাই গবর্ণমেণ্টে চাউল সরবরাহ করিয়া যথেষ্ট টাকা লাভ করিয়াছিলেন । উপ। বরুণ কাকা । তুমি ব'ল্লে, ই হারা বিলাতে চাউল ও কাষ্ঠ চালান দেন । ভাল বরুণ কাকা ! সাহেবেরা কি ভাত খায় আর ম'লে কি তাহাদিগকে পোড়ায় ? বরুণ । ওরে উপ! সাহেবের মাছের ঝোল ভাত খায়, এ কি তুই জানিস নে ? দেবরাজ, ওদিকে দেখা যাইতেছে জাডিনস্কিনার কোম্পানী নামক একটী বিলাতী সদাগরের অফিস । ই হারাও কলিকাতার মধ্যে প্রধান সদাগর। এই কোম্পানী বিলাতী দ্রব্যাদি আমদানি করিয়া এখানে বিক্রয় করিয়া থাকেন এবং এখান হইতে চাউল, তিসি, গম, তুলা, পাট প্রভৃতি বিলাতে চালান দেন। পূৰ্ব্বে ই হার একটা ভাড়াটে বাড়ীতে বাস করিতেন, এক্ষণে ৩, ৪ লক্ষ টাকা ব্যয়ে বীরুমল্লিকের জমীতে এই সত্ত্বে বাটী প্রস্তুত করিয়াছেন যে, বিশ বৎসর বিনা ভাড়ায় বাস করিবেন, তৎপরে পাঁচ শত টাকা মাসিক ভাড়া দিবেন। এক্ষণে বাড়ীটি ভাড়া দিলে মাসিক তিন চারি হাজার টীকা অায় হইতে পারে। ঐ বাড়ীটি সব সমেত তিন তালা । এখানেও অনেক বাঙ্গালী কাজ কৰ্ম্ম করিতেছেন। গবর্ণমেণ্ট যেমন পুরাতন কৰ্ম্মচারীকে পেন্সন দেন, ই হারাও সেইরূপ বিশ বৎসর কাজ করিলে পুরাতন ভূতাকে বৃত্তি দিয়া থাকেন এবং পূজার সময়ে ভৃত্যদিগকে এক মাসের বেতন অগ্রিম ও দুই মাসের বেতন পুরস্কার দেন । ব্ৰহ্মা । ই হারা অতি ভদ্রলোক দেখিতেছি । আচ্ছা—উহার ওদিকের বাড়ীটি কি ? বরুণ। ফিনগেমিওর কোম্পানী । চাপদানীর চটের কল উহাদেরই। ওদিকে দেখা যাইতেছে এণ্ড ইউল কোম্পানী। উহারা অনেক দ্রব্যাদি বিলাত হইতে আমদানী করেন এবং এখান হইতে নানাপ্রকার দ্রব্যাদি বিলাতে চালান দেন। বাউড়ে নামক স্থানের সূতার কল উ-হাদেরই। এখান হইতে সকলে যাইতে যাইতে বরুণ কহিলেন, “দেবরাজ ! সম্মুখে 8*