পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা দেখ টম্বাকু কোম্পানী । ইহারা গ্ৰীসদেশীয় সদাগর। ইহারা বিলাত হইতে দ্রব্যাদি আমদানি করিয়া এখানে বিক্রয় করে এবং এখান হইতে চাউল, পাট, গম, তুলা, প্রচুর পরিমাণে ক্রয় করিয়া বিলাতে চালান দেয়।” ব্ৰহ্মা । পাট চালান দেয় কেন ? বরণ । সেই সমস্ত পাটে তুলা মিশ্রিত করিয়া স্বতা প্রস্তুত হয় এবং সেই স্থতার বিলাতী কাপড় এদেশে আসিয়া লোকের লজ নিবারণ করে । ইন্দ্র । প্রধান খাদ্যদ্রব্য চাউলট। এদেশ হইতে বেশীমাত্রায় চালান যায় শুনিয়া বিশেষ দুঃখিত হইলাম । বোধ হয় এই কারণে মধ্যে মধ্যে দেশে ব অন্নকষ্ট হইয়া থাকে । - বরুণ । এদেশে অন্নক ষ্টুটা প্রায় চিরদিন আছে, মহাৰ্ঘ খেয়ে খেয়ে লোকের একপ্রকার সহ হইয়া গিয়াছে । এত সহ্য হইয়াছে যে, লোকে এক্ষণে আর অজন্মা,ভাল বুঝিতে পারে না। তবে যে বৎসর বেশী মহাৰ্থ হয়, চতুর্দিকে হাহাকার পড়ে, সেই বৎসর অকাল জানিতে পারে । আহা ! অদ্যপি এদেশে যে প্রকার চাউল ধান জন্মে, যদি সমস্তই এদেশে থাকিতে পাইত, চৌদ্দ বৎসর উপর্যুপরি বারিবর্ষণ না হইলেও ভারতে অন্নকষ্ট হইত না। পূৰ্ব্বে পূৰ্ব্বে অজন্মার বৎসরেও লোকে এক টাকার চাউল কিনিয়া ঘরে রাখিবার স্থান পাইত না ; কিন্তু এক্ষণে সুজন্মার বৎসরে লোকে এক টাকার চাউল কিনিয়া কোচার খুটে বাধিয়া আনিতৃে পারে ; এক্ষণে ক্রমান্বয়ে দুই বৎসর আকাল হইলে বোধ হয় বিলাত পৰ্য্যস্ত হাহাকার শব্দ উখিত হইবে । সাহেবেরা ভাত খাইতে শিখিয়া নিজেরাও মরেছেন, বাঙ্গালীদেরও মেরেছেন । কিন্তু দুঃখের বিষয়, লোকে আকালের প্রকৃত কারণ বুঝে না, কেবল বলে—দেবতাদিগের কেমন কুদৃষ্টি পড়িয়াছে, ভারতবাসীর আর কিছুতেই মুখ নাই । নারা । দেবতাদিগের অপরাধ ? তাহারা কি আসিয়া বাবুদের জন্য স্বহস্তে লাঙ্গল চৰিবেন, কাপড় বুনিবেন ? এখান হইতে র্তাহারা একটী বাজারের মধ্যে প্রবেশ করিয়া দেখেন— রাস্তীর উভয় পার্শ্বে অসংখ্য দোকানশ্রেণী । কোন কোন দোকানে কাগজ কলম বিক্রয় হইতেছে, কোন কোন দোকানে বাঙ্গালা ও ইংরাজী পুস্তক সকল বিক্রয় হইতেছে ; কোন কোন দোকানে কাচ ও গ্লাসের জবা, সাহেব ও বিবিদিগের পরিধেয় নানাপ্রকার স্থত রেশম ও পশমের বস্ত্রাদি বিক্রয় হইতেছে ; কোন কোন দোকানে খেলনা দ্রব্য, কাঠের গড়ন, খাট, চেয়ার, বাক্স প্রভৃতি বিক্রয় 3ー。 দেব-৩১