পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন হইতেছে ; কোন দোকানে সাহেবদের খাস্তত্রব্য ও মদ এবং ছুরি, কাচী, বল্লুক ও লোহার দ্রব্যাদি বিক্রয় হইতেছে । উপ। দোকানী বেটাদের জালায় কোন দিকে চেয়ে দেখবার যে নাই । তাহ’লে “কি চাই কি চাই" শব্দে চীৎকার করে। নারা । বাজারটর নাম কি বরুণ ? বরুণ। এই বাজারের নাম পুরাতন চীনে বাজার। এই বাজারই বড় বাজারের দক্ষিণ ও রাধাবাজারের উত্তর । এ বাজারটা প্রকৃত বাজার নহে ; কেবল রাস্তার উভয় পাশ্বে দোকান শ্রেণী । বাজারটী একজনের সম্পত্তি নহে, ইহার অনেকগুলি অধিকারী আছে। তন্মধ্যে অধিকাংশেরই ৪৫ হাত দীর্ঘে প্রস্থে এক একটা ঘর আছে। কিন্তু এখানকার এক একটি ঘরের এত উচ্চ ভাড়া যে, সেই ঘরের অধিকারীর ঐ উপসত্ত্বে সুন্দরন্ধপে দিনপাত হইয়া থাকে। স্বতরাং দোকানীকেও বিক্রেয় দ্রব্যের উপর ঘরভাড়াটা চাপাইয়। তবে লাভ করিতে হয় ; নচেৎ খরচ পোষায় না। যদিও এ বাজারে দ্রব্যাদি মহাৰ্ঘ দূরে বিক্রয় হইয়া থাকে বটে ; তথাপি সাহেবদের দোকান অপেক্ষ অনেক সস্তা পাওয়া যায়, এজন্য বিস্তর খরিদদার এখানে আসিয়া থাকে। এখানে অনেক ধনী বাঙ্গালী, সাহেব বিবিদিগের সহিত সম্ভাব হইবার আকাঙ্ক্ষায় দোকান করিয়া থাকেন । এই সময়ে তীর্থের পাণ্ডার ন্যায় চতুর্দিক হইতে দালালগণ আসিয়া দেবগণকে পরিবেষ্টন করিল এবং কহিল—“কম্ সার মাই আফিস, চিফ আর্টিকেল, লো রেট ।* পিতামহ তাহাদিগকে দেখিয়া সশঙ্কভাবে কহিলেন, “বরু৭ ! ইহারা আবার কে ?” - বরুণ। ইহারা চীনাবাজারের দালাল। দালালি ইংরাজিতে আমাদিগকে দ্রব্যাদি কিনিতে অকুরোধ করিতেছে । উপ। বরুণ-কাকা ! মেলা কেতাবের দোকান, সম্মুখের ঐ দোকানট -হইতে আমাকে কতকগুলো বাঙ্গালা বৈ কিনে দেওনা । বরুণ তৎপ্রবণে কতকগুলো পুস্তক খরিদ করিয়া দিয়া কহিলেন, “এই দোকানটী পদ্মচন্দ্র নাথের ।” নারায়ণ তৎপ্রবণে মুখে কাপড় দিয়া হাস্ত করিতে করিতে কহিলেন “নাথের দোকানে পুস্তক খরিদ হইল—এখন প্রেয়লীর দোকানের কিছু কেন ; নইলে দুঃখিত হবেন । নামটা কি পদ্মচক্স নাথ ?” g a