পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ডাঙ্গায়। ইনি রামধন তর্কবাগীশের ভ্রাতুপুত্র এবং ঐশ বিস্তারত্বের খুল্লতাতের পুত্র। ইনি আনুমানিক ৬৬৬৭ বৎসর বয়সে ১৭৯৬ শকে জরবিকারে প্রাণ ত্যাগ করেন । ইহার সংস্কৃত বিষ্ঠায় বিলক্ষণ পারদর্শিতা ছিল । চূড়ামণি খামবর্ণের বড় সুন্দর পুরুষ ছিলেন। দেহ স্থল ছিল, ঠিক মহাদেবের মত । কথিত আছে, যৌবনে চরিত্র বড় ভাল ছিল না । ইনি জ্যেষ্ঠতাত রামধন তর্কবাগীশের নিকট কথকতা শিক্ষা করেন ও অদ্বিতীয় কথক হইয় উঠেন । কথকতা স্বারা ইনি বেশ সঙ্গতি করিয়া গিয়াছেন । ইহার এক পুত্র ও একটী কন্যা আছে। ইনি দুই তিন জনকে কথকতা শিক্ষা দিয়া গিয়াছেন । তাহারাও এক্ষণে কলিকাতা ও অস্তান্ত স্থানে কথকতা করিয়া বেশ পশার করিয়াছেন । সেই শিক্ষিত ছাত্রদিগের মধ্যে এই কথক একজন । এই সময় "বরফ বরফ" শব্দে রাস্তায় ইকিতে হাকিতে একজন লোক যাইল । এখান হইতে সকলে বাসায় যাইয়া হস্তপদ প্রক্ষালন করিলেন। দেবরাজ ও নারায়ণ তাড়াতাড়ি সন্ধ্যা অাহিক সারিয়া চুল কাল হইবার ঔষধের শিশি খুলিয়া মস্তকে দিতে বসিলেন । ঔষধ দেবার ১•১৫ মিনিট পরে তাহদের শিরঃপীড়া আরম্ভ হইল। তখন তাহারা “বাপরে প্রাণ গেল !” বলিয়া চীৎকার আরম্ভ করিলেন । পিতামহ ও বরুণ অপর গৃহে ছিলেন, তাহদের কাতরোক্তিতে “কি ! কি ” শৰে ছুটিয়া আসিলে নারায়ণ কহিলেন, “বরুণ ! চুল কালর কি ছাই ঔষধ কিনে দিলে—প্রাণ যায়, রক্ষা কর । উঃ । বাবা, ব্লগ ছুটে যেন ছিড়ে পড়চে ।” বরুণ । ভয় কি ? ও ঔষধে প্রথমে ঐরূপ হয় ; একটু কষ্ট সহ ক’রে থাক, এখনি জালা যন্ত্রণ নিবৃত্তি হবে ? ইন্দ্র। না না, প্রাণ যায়, উপ শীঘ্ৰ ক’রে একঘট জল আন, মাথাটা ধুয়ে ফেলি। বাপ ! কি যন্ত্রণা ; তবু যমকে ডেকে আনিনি। ব্ৰহ্মা । ভাই, দুঃখ বিন মুখ হয় না, একটু কষ্ট সহ ক’রে থাক তা হ'লে কাল চুলে স্বর্গে যেতে পারবে । - তাহার পিতামহের ব্যঙ্গোক্তিতে বিনা-বাক্যব্যয়ে শয়ন করিয়া বুহিলেন । পিতামহ কহিলেন “উপ, কি কতকগুলো কেতাব কিনে এনেছিল, একখানা পত, দেখি ?" উপ তৎশ্রবণে নীলদর্পণ নাটক পড়িতে আরম্ভ করিল। পিতামহ নাটক গুনেন আর শিউরে শিউরে উঠিয়া বরুণকে কহেন “সত্য সত্য 8>°