পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বরুণ। এই মণি সত্ৰাজিৎ রাজা পূর্ধ্যের আরাধনায় প্রাপ্ত হন। উহার জন্তু শ্রীকৃষ্ণের মণিচোরা নাম হয় । - ব্ৰহ্মা। সে মণি ইহার কোথায় পেলে এবং এক্ষণেই বা কোথায় আছে ? কারণ, উহা এক সংসারে অধিক দিন থাকিবে না। বরুণ। মিরজুমলা-নামক সেনাপতি উহা গোলাকুণ্ড প্রদেশ হইতে আনিয়া সাজাহান বাদশাকে নজর দেন। পরে এখান হইতে নাদীর শা লইয়া যান। নাদিরের পর মহম্মদ শ ও তৎপুত্র শী স্বজা ভোগ করেন। এই শ স্বজার সময়ে রণজিৎ সিংহ উহ্য লইয়া আসেন। এক্ষণে ঐ মণি * ইংলণ্ডে ভারতেশ্বরীর মস্তকে বিরাজ করিতেছে । আপনি বললেন “উহা এক সংসারে অধিক দিন থাকিবে না”—এই জন্য বোধ কৰি স্থচতুর ইংরাজের কেটে কুটে নিয়েছেন । ইহার পর সকলে গাজিউদ্দীনের কলেজ দেখিতে যান । যখন র্তাহারা যাইতেছিলেন, রাস্তার পার্শ্বস্থ একটি ভাঙ্গ মসজিদের দ্বার হইতে একজন মুসলমান একটি মুরগীর গলা কাটিয়া ছাড়িয়া দিয়াছিল। মুরগী যন্ত্রণায় ছটফট করিতে করিতে আমাদের পিতামহের পদতলে আসিয়া পড়িল । পিতামহ তদর্শনে “য়া! শ্ৰীবিষ্ণু বলিয়া সরিয়া দাড়াইলেন। মারা। ঠাকুরদাদা! আপনার স্বই জীব আপনার শরণ লইল, রক্ষা করুন । ব্ৰহ্ম । ওর ভাগ্যে যাহা ছিল, ঘটিল। বিধিলিপি কে খণ্ডাইতে পারে ? বরুণ । এই গাজিউদ্দীনের কলেজ, এক্ষণে ছাত্র অভাবে বন্ধু । মহারাষ্ট্ৰীয়েরা এখানে অত্যন্ত উপদ্রব করিয়াছিল, তাহার কবরের মধ্যে টাকা থাকে ভাবিয়া অনেক ভাল ভাল কবর নষ্ট করে। রোহিলারাও এখানে অত্যন্ত উপদ্রব করিয়াছিল। নাদীর মণিমুক্ত, মহারাষ্ট্ৰীয়ের স্বর্ণ-রৌপ্য এবং রোহিলারা প্রাচীর হইতে ভাল ভাল পাথরগুলি উঠাইয়া লইয়া যায়। ইন্দ্র । দিল্লীতে আর কি আছে ? বরুণ। ইংরাজ-গবর্ণমেণ্টের কাছারি, কলেজ, কোতোয়ালি এবং দিল্লী ব্যাঙ্ক

  • একসময়ে গবর্ণর জেনারেল লর্ড মিণ্টে। রণজিৎকে ঐ মণির মূল্য জিজ্ঞাসা করায় তিনি

কছেন, “ইসক। কিন্মত পাঁচ জুতি" অর্থাৎ ইহা কখন কেহ মূল্য দিয়া খরিদ করে নাই ; মুক্তি অর্থাৎ বলপূর্বক গ্রহণ করিয়া থাকে। 意粤