পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন তীরে উঠিয়া পিতামহ কহিলেন, “বা ! ঘাটটি ত বড় সুন্দর। এ ঘাটটি কাহার বরুণ ?” * বরুণ । কলিকাতার বীরু মল্পিক নামক এক ধনাঢ্য ব্যক্তির । তিনি প্রচুর অর্থব্যয়ে এই ঘাট স্বন্দরূপে বাধাইয়া দিয়াছেন। এই সময়ে উপ চীৎকার করিয়া কহিল “বা —আমার রেপার নিয়ে গেল কে ? বাহব ! আমার রেপার নিয়ে গেল কে ?” বরুণ। বেশ হ’য়েছে তোকে আমি দশ দিন ব'লেছি, ঘাটে বড় জুয়াচোরের ভয়, উড়েদের কাছে রাখিস । উপ | ও বেটার যে পয়সা লয় । ব্ৰহ্মা । যা হয়েচে হয়েচে ; এখন বাসায় আয় । উপ । আপনার যান, আমি রেপার আদায় ক'রে বাসায় যাব । নারা । তুই আয়, তারা বাসায় গিয়ে দিয়ে আসবে। উপ । আপনার যান, আমি আদায় করতে পারি কি না দেখি । দেবগণ কত ডাকিলেন, কিন্তু উপ কিছুতেই বাসায় আসিল না, অগত্য। তাহারা বাসাভিমুখে চলিলেন । যাইতে যাইতে দেবগণ দেখেন—এক স্থানে বসিয়া কতকগুলি লোক গল্প করিতেছে। একজন কহিতেছে “ইংরাজের রাজ্য করা—প্রজার অন্নমারা । দেখ, আমি জাতিতে ভিস্তি, পূৰ্ব্বে আমরা ৩৬ জনে এক একটা রাস্তায় জল দিতাম ; এক্ষণে সেই কাজ দুজনকে দিয়ে করাচ্চে, কি এক একটা কল ক’রে দিয়েছে ; দুজন লোকে ফর ফর শব্দ ক’রে পীচ মিনিটে এক একটা রাস্তাকে কাদা ক'রে দিচ্ছে । ঐ কল হয়ে পর্যন্ত আমি বেকার বসে আছি।” অপর কহিল “আমার দুঃখও কম নয়, আমি জাতিতে মেথর, পূৰ্ব্বে মাথা গণে চারি পয়সা নিয়ে প্রত্যেক বাড়ীর ময়লা সাফ করতাম, ইহাতে ৩•৩১ টাকা উপার্জন হইত ; এক্ষণে ইংরাজের প্রত্যেক বাড়ীর চারি, পাচ আন টেক্স ক’রেছেন ও আমাদের ৫।৬ টাকা মাইনে ক’রে রেখেছেন।” অপর কতকগুলো লোক কহিল "আমাদের দফা ইংরাজেরা একবারে সেরেছে । আমরা উৎকল হইতে আসিয়া কলিকাতায় জলের ভারীর কাজ করতাম। আমাদের গুমর কত ছিল, কেহ ভাক্লে কথা কইতাম না ; চাবি পয়সা ছয় পয়সা নিয়ে তবে গঙ্গা থেকে জল এনে দিতাম। এখন এমনি কল ক’রে দিয়েছে, দোতালায় ব’লে কল নেড়ে জল পাচ্চে ।” নিকটে একজন কোচম্যান গাড়ীর উপর বসিয়া খরিদদারের প্রত্যাশা 82b.