পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা নিম্নতালায় আরদালীর বাস করে । লাটসাহেবের খান এই স্থানেই প্রস্তুত হয় এবং ঐ দেওয়ানের জেন্মায় থাকে ; ঘোড়ার খোরাকও ইহার জেন্মায় । দেওয়ান ইচ্ছা করিলে এমন সব দ্রব্য খাইতে পান, যাহা কোন বাঙ্গালী কখন চক্ষে দেখিয়াছেন কি না সন্দেহ । দেওয়ান এই সময় নিকটে দাড়াইয়াছিলেন, কিন্তু দেবগণ র্তাহাকে চিনিতেন না । তিনি দেবগণের কথোপকথন শুনিয়া হাস্ত করিতে করিতে কহিলেন, “মহাশয়ুদিগের নিবাস ?” বরুণ । হরিদ্ধারের অনতিদূরে। দেওয়ান । এখানে কি অভিপ্রায়ে আসা হইয়াছে ? বকু৭ । কলিকাতা দেখিতে । দেওয়ান । আপনারা যাহার কথা বলিতেছেন, আমি ছোট দেওয়ান । আমি হিন্দুসস্তান, এজন্য যে খাদ্যদ্রব্যের কথা কহিলেন ও সমস্ত আমাদের শাস্ত্রে আহার করা নিষেধ। আপনার কি গবর্ণমেণ্ট ভবন দেখিতে ইচ্ছ। করেন ? বরুণ। আমাদের দেখিবার ইচ্ছা আছে, কিন্তু কি প্রকারে দেখি ? "আমার সঙ্গে আন্থন” বলিয়া দেওয়ান দেবগণকে সঙ্গে লইয়া চলিলেন। দেবগণ ছোট দেওয়ানের সহিত গবৰ্ণমেণ্ট, প্যালেস দেখিতে চলিলেন । র্তাহারা প্রথম-দ্বারে উপস্থিত হইয়া দেখেন, সঙ্গীন ঘাড়ে করিয়া সিপাহিগণ পাহারা দিতেছে । পিতামহ তদৃষ্টে অত্যন্ত ভীত হইয়। বরুণকে কহিলেন, "বরুণ ! পলাই চল—রাজভবন দেখিবার আবশ্বক নাই ।” বরুণ । কোন ভয় নাই, আপনি ভিতরে আম্বন । এই রাজপ্রাসাদের চারিট ফটক আছে, প্রত্যেক ফটকেই এইরূপ পাহার দিতেছে । ভিতরে প্রবেশ করিয়া পিতামহ যে দিকে চাহেন, দেখেন, দলে দলে পুলিস কনেষ্টবলগণ ফিরিতেছে । তিনি তস্কৃষ্টে কহিলেন, “বরুণ । এখান হইতে পলায়ন বিধেয় ; কারণ, জানি কি –যদি অপমানিত হই ।” বরুণ। আপনার কোন ভয় নাই, যখন ছোট দেওয়ান সঙ্গে করিয়া আনিয়াছেন, তখন ভয় কি ? ইন্দ্র । বরুণ | এই যে প্রথম তালা ফ্লোরের উপর রহিয়াছে, ঐ ফ্লোরগুলি কি সুন্দর ! ফ্লোরের সুন্দর সুন্দর দরজা ও জানালা বসাইয়া দেওয়ায় আরো স্বন্দর দেখাইতেছে । এই স্থানে কি হয় বরুণ ? t = }