পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্বে আগমন বরুণ। এই স্থানে সেক্রেটারী অফিস, এডিকংদিগের আফিস এবং ছোট দেওয়ানের অফিস আছে । দেবগণ এক একটী করিয়া আফিস দেখিয়া ঘরগুলি দেখিতে লাগিলেন । তাহারা দেখেন—ঘরগুলি নানাবিধ আগবাবে পরিপূর্ণ। এখান হইতে সকলে উপর তালা দেখিতে চলিলেন । সিড়ির নিকট যাইয়া সকলে উপরে উঠিবেন কি সারি সারি সুন্দর প্রতিমূৰ্ত্তি টাঙ্গান রহিয়াছে, তাহাই আশ্চর্যাম্বিত হইয়া দেখিতে লাগিলেন। বরুণ কহিলেন, “এই সকল প্রতিমূৰ্ত্তি ভারতের যাবতীয় স্বাধীন রাজার ।” ব্ৰহ্মা এগুলি প্রতিমূৰ্ত্তি । আমার ত প্রকৃত মূৰ্ত্তি বলিয়া বিশ্বযু জন্মিয়াছিল । আহা ! কি আঁকাই একেছে। চোক, কান, হাত, পা, কিছুরই কোন ক্রট হয় নাই । আবার সাজপোষাকগুলিও কি তেমন আঁকিয়াছে। যেখানকার যে হারেখানি—যেখানকার যে মুক্তারমালা ছড়াট —তাহ পর্যন্ত অবিকল বসাইয়া দিয়াছে। আবার প্রতিমূৰ্ত্তি রাখিবার স্থানটিই বা কি মনোহর ! আহা ! উপযুক্ত স্থানেই স্থাপিত হইয়াছে। দেবগণ উপরে উঠিয়া দেখেন, গৃহগুলি অতি সুন্দরব্রুপে মুসজ্জিত করা । মেজেগুলিতে যে সমস্ত কাপে ট পাতা রহিয়াছে, তাহাতে গিটি এবং এমন কারুকার্য্য করা যে, দেৰগণ যথেষ্ট প্রশংসা করিয়া স্বৰ্গীয় শিল্পীদিগের নিন্দ করিতে লাগিলেন। তাহারা প্রাচীরে দৃষ্টি নিক্ষেপ করিয়া আর নয়ন ফিরাইতে পারেন না । যদিচ তাহাতে নীলকান্ত, অয়ন্ধান্ত মণিমুক্তাদি নাই ; কিন্তু গিন্টির দ্বারা এমনি রং ফলাইয়া দিয়াছে যে, তাহার কাছে মণিমুক্ত তুচ্ছ বোধ হয়। গৃহের কাৰ্ণিশগুলি দেখিয়া দেবগণের প্রথমে স্বর্ণ বলিয়া ভ্ৰম জন্মে ; কিন্তু বরুণ বুঝাইয়া দেন, “সোনা নহে ; গিন্টি করা ।” এখান হইতে সকলে একটী দালানে যাইয়া স্তম্ভিত হইয়া দাড়াইলেন । অনেকক্ষণ পৰ্য্যস্ত কাহারও মুখে বাক্য নাই। পরিশেষে দেবরাজ কহিলেন, “এমন উচ্চ এবং প্রশস্ত দালান ত কখন চক্ষে দেখি নাই! পৃথিবীর মধ্যে সুখী এই লাট সাহেব । ইহার পদের কাছে আমার ইন্দ্রত পদ তুচ্ছ বলিয়া বোধ হয় । আহা ! না জানি কত কোট বৎসর তপস্ত করিলে এই পদ लां७ठ श्शू (* * নারা । বরুণ ! এ দালানটির নাম কি এবং এখানে কি হয় ?

  • * ३