পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা বরুণ। এই দালানটির নাম ষ্টেট, হল। এখানে কাউন্সেল ও লেভি অর্থাৎ বড় বড় রাজাদিগকে নিমন্ত্ৰণ করিয়া আনিয়া সভা করা হয় । ইন্দ্র । দালানটীতে যে সমস্ত চেয়ার রহিয়াছে, যেমন সুন্দর, তেমনি কারুকার্ষ্যে খচিত ! ও বড় চেয়ারখানিতে কি হয় ? বরুণ । ওখানি লাট সাহেবের সিংহাসন । ওখানি কেমন সুন্দর দেখিতেছ ? সিংহাসনখানি আমাদের স্বর্ণসিংহাসন অপেক্ষ সুন্দর কি না ? দেবগণ এক এক করিয়া সমস্ত গৃহগুলি দেখিতে লাগিলেন । র্তাহারা দেখিলেন, কোন গৃহ সৌন্দর্য্যে কম নহে। বরুণ কহিলেন, “এই রাজবাড়ীটি ১৭৯৯ অব্দে নিৰ্ম্মিত হয় ।” ব্ৰহ্মা। বরুণ । আমাদের রাজদর্শন ঘটিবে না ? বরুণ । এক্ষণে লাটসাহেব চাণকে আছেন, অতএব কি প্রকারে দর্শনলাভ ঘটবে ? তিনি এক্ষণে এখানে না থাকাতেই গৃহগুলির সৌন্দর্য্য কম দেখিতেছেন ; তিনি উপস্থিত থাকিলে ধুমধামের সীমা পরিসীমা থাকিত না । দেবগণ এখান হইতে বহির্গত হইয়া দেওয়ানকে অসংখ্য ধন্যবাদ দিয়া একদিকে চলিলেন এবং এক স্থানে উপস্থিত হইলে নারায়ণ কহিলেন “বরুণ ! সম্মুখের এ বাড়ীটি কি ?” বরুণ । এ বাড়ীটির নাম ট্রেজরি বিলডিং । সমস্ত ভারতবর্ষের হিসাবপত্র এই স্থানে প্রস্তুত হইয়া থাকে। এখানে একাউণ্টেণ্ট, জেনেরল, ডেপুটী একাউণ্টেণ্ট জেনেরল প্রভৃতি বড় বড় সাহেবের কাছারি করেন। বাঙ্গালা, বেহার, উড়িষ্যা, বম্বে, মান্দ্রাজ ও পঞ্জাব প্রভৃতি ভারতের যাবতীয় প্রদেশ হইতে যাবতীয় হিসাবপত্র এই স্থানে আসে এবং সমস্ত হিসাবপত্র দৃষ্টে জায়-বায়ের একটা তালিকা প্রস্তুত হয়। আমাদিগের যেমন কারকুনদিগের অফিস, ইংরাজদিগের এ আফিসট ঠিক তদ্রুপ । এখানেও বিস্তর মোটা বেতনের বাঙ্গালী কৰ্ম্মচারী কাজ করিতেছেন । এখানকার সামান্ত বেতনের কেরাণীদিগের বেতন ৪ • টাকা । সহজে কেহ এখানে চাকরী পায় না ; যিনি পান, তিনি সৌভাগ্য স্বীকার করেন। এল, এ, পরীক্ষোত্তীর্ণ না হইলে এবং ২৫ বৎসরের অধিক বয়স হইলে এখানে क७िझं दृश्ब्र नः । - নারা । বাড়ীটিও বৃহৎ ! @t e')