পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বরুণ । বাড়ীটি সৰ্ব্বসমেত তিন তালা । ঐ তিন তালাই কাগজপত্র ও কেরাণীতে পরিপূর্ণ। রেজিষ্টার সাহেবদিগের এখানে বিলক্ষণ আধিপত্য। র্তাহারা আফিসটকে যেন একচেটীয়া করিয়া লইয়াছেন । ঐ মহাত্মারা এক এক ডিপার্টমেন্টের বা অংশের হেড, অর্থাৎ প্রধান। জুডিস্তাল, ফাইন্তানস্তাল প্রভৃতি এখানে নানারূপ বিভাগ আছে । বাড়ীটি দেখিতে বড় সুন্দর। ইহা টাউনহল নামক দালালের ঠিক পূর্ব পার্শ্বে অবস্থিত। কাহারও হাফ নোট খোয়া যাইলে এই অফিসে সংবাদ দিলে এবং তিন মাসের পর অপর হাফ ফেরত দিলে নগদ টাকা পাওয়া যায় । ইন্দ্র। ওদিকে ও বাড়ীটি কি ? বরুণ । উহার নাম গবর্ণমেণ্ট প্রিণ্টিং আফিস । গবর্ণমেণ্টের যাবতীয় কাগজপত্র এই স্থানে ছাপান হয়। পূৰ্ব্বে এই ছাপাখানাটর নাম মিলিটারি অরফান প্রেস ছিল। এক্ষণে গবর্ণমেণ্ট আপনার অধীনে আনিয়া প্রিস্টিং অফিস নাম দিয়াছেন । এই প্রেসেই এলোকেশীর স্বামী নবীন কাজ করিত। এখান হইতে র্তাহার এক স্থানে উপস্থিত হইয়া দেখেন—একটী দোকানে জাহাজের রসারসি, ক্যাম্বিস ও নোঙ্গরাদি বিক্রয় হইতেছে। পিতামহ কহিলেন, “বরণ ! এ দোকানটার নাম কি ?” বরুণ। এই দোকানের নাম আমুট কোম্পানীর দোকান। ইহার জাহাজের রসারসি প্রভৃতি বিক্রয় করিয়া থাকে। ইহাদের দোকান হইতে গবর্ণমেণ্ট এবং ইংলওঁীয় যাবতীয় জাহাজের নাবিক ঐ সমস্ত দ্রব্য খরিদ করিয়া থাকে। এই কোম্পানীর একটা মদের ভাটি আছে, তাহাতে রম্ নামক একপ্রকার মদ প্রস্তুত হইয়া থাকে। ঐ রম মদ কলিকাতার অনেক বাবু এক্ষণে ব্রাত্তির পরিবর্তে পান করিতে আরম্ভ করিয়াছে। এখান হইতে সকলে একটী গির্জার নিকট উপস্থিত হইলে বরুণ কহিলেন, “এই গির্জার নাম পাথুরে গির্জা । গৌর নগরের ধ্বংসাবশেষ প্রস্তর আনিয়া নিৰ্ম্মাণ করায় ঐ নাম হইয়াছে। গির্জাটির চতুর্দিকে অনেকগুলি কবর আছে। চূড়ার উপর যে একটা ঘড়ি দেখিতে ছ, ঐ ঘড়িটা কলিকাতার অপরাপর গির্জার ঘড়ি অপেক্ষা বৃহৎ ।” এখান হইতে যাইয়া বরুণ কহিলেন, “সম্মুখে গবর্ণমেণ্টের কালেক্টরী অর্থাৎ খাজনাখানা। কলিকাতার এলেকাধীন যাবতীয় স্থানের কয় আদায় হুইয়া এই স্থানে আমদানি হয় । এখানে একজন কালেক্টর ও তাহার অধীনে 歌争姆