পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্ত্যে আগমন উপ। কাচ্চা-বাচ্চার গাছ আগে রোপণ না করলেই ত হইত ! মোক্তার। বাবা! আমরা অজ্ঞানকৃত অপরাধে অপরাধী। আমরা স্ব ইচ্ছায় এ গরল ভক্ষণ করি নাই, বাল্যকালে পিতা মাতা গলায় পাথর চাপিয়ে দিয়েছেন । তোমাদের বয়স অল্প ; আমাদের দুর্দশ দেখ—সাবধান হও— যেন কার্যক্ষম না হইলে ও পাপ ঘরে আনিও না। ব্ৰহ্মা । তোমাদের ছুটে আসিয়া লোক ধরিবার তাৎপর্যা কি ? মোক্তার। আঞ্জে, আজকাল ডেপুটি মোক্তারের সংখ্যা এত বেশী হইয়াছে যে, এ উপায়ে লোক ন ধরিলে মক্কেল পাওয়া যায় না । -- মোক্তারের চলিয়া যাইলে, দেবরাজ কহিলেন, “বরুণ, ডেপুটি মোক্ত কি ?” বরুণ এক ব্যক্তি অপরের নামে মিথ্যা অভিযোগ করিলে তাহার যাহাঁতে জয়লাভ হয় অর্থাৎ সাক্ষৗদিগকে শিখান পডশন, সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য করিয়া সাজাইয়া দিবার জন্য একপ্রকার লোক আছে, তাহাদিগকে মোক্তার কহে । মোক্তারি কাজট বড় হেয় বলিয়া পুৰ্ব্বে কেহ সহজে এ কাজে প্রবৃত্ত হইত না। ক্রমে কাজকৰ্ম্ম সকলের ভাগ্যে জুটিয়া না উঠায়, দুই একজন করিয়া এই কাজে প্রবৃত্ত হয়। পূর্বে এ ব্যবসায়ে বিলক্ষণ লাভ ছিল । তখন যে সে ইচ্ছা করিলে মোক্তারি করিতে পারিত ; কিন্তু ক্রমে ক্রমে মোক্তারের সংখ্যা এত বৃদ্ধি হইতে লাগিল যে, গবর্ণমেন্ট মোক্তারি পরীক্ষার স্বষ্টি করিতে বাধ্য হইলেন । মোক্তারি পরীক্ষার স্বষ্টি হইয়া এক দিকে মোক্তারের সংখ্যা হ্রাস হইতে লাগিল অপরদিকে তেমনি ডেপুটি মোক্তারের সংখ্যা বৃদ্ধি হইয়া উঠিল। কতকগুলি নিরক্ষর লোক মোক্তারদিগের সহিত পরামর্শ করিয়া . ডেপুটী মোক্তারি করিতে আরম্ভ করিল । ইহাদের কাজ ছুটাছুটি করিয়া লোক ধরিয়া আনিয়া দিবে, মোক্তার বা উকীল আসামী অথবা ফরিয়াদীর নিকট হইতে যে টাকা পাইবেন, তাহা হইতে কিছু কিছু অংশ দিবেন । নিম্ন আদালতে ডেপুটী মোক্তারের সংখ্যা অধিক । ইহাদের মধ্যে অনেকেই পাচক ব্রাহ্মণের কাজ করে এবং দশটার সময় তালি লাগান চাপ কান গায়ে দিয়া পাগড়ী বাধিয়া আদালতের নিকট উপস্থিত হয়। চাৰাভূষার মকদ্দমাই ইহাদের অধিক জুটে । ইহারা মকদ্দমায় জয়লাভ করিলে চাবা-মক্কেলের গাত্রের চাদরখানা বকৃসিসরূপে লইবারও যথেষ্ট প্রয়াস পায় । এই অবতারদিগের গুণে নবদ্বীপ হইতে কৃষ্ণনগরের পথে, চুচুড়া হইতে في 6 ج