পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বর্তমান আছে। হাইকোর্টে পসার করিতে না পারিলে অনেক উকীল এই আদালতে আসিয়া শাক মাছের মকদ্দমা করিতে প্রবৃত্ত হন। এখানে মকদ্দমা এক কথায় ডিক্রি ও এক কথায় ডিসমিস হয় এবং ঐ মকদ্দমার আর আপীল হয় না। এই আদালতে বেখাদিগের মকদ্দমাই অধিক। এমটি হাউসের মকদ্দমাও এখানে হয়। এখনকার চাপরাশী প্রভৃতি যথেষ্ট উপাজন করে । এমন কি-আদালত হইতে বাসায় যাইবার সময় পকেটের ভারে নড়িতে পারে না । উপ । বরুণ-কীক । তরে আমাকে একটা চাপরাশিগিরি ক’রে দেওনা । নারা । বর্তমান কেরাণীগিরি অপেক্ষ চাপরাশিগিরি করা আমার বিবেচনায় ভাল । বরুণ । চাপরাশির মাসে শতাবধি টাকা উপাজ্জন করে দেখিয়া একবার একটা প্রবেশিকা-পরীক্ষেত্তীর্ণ বালক ঐ পদলাভের জন্য দরখাস্ত করিয়াছিল, কিন্তু আফিসের আমলারা তাহাকে ঐ কাজ করিতে দিলেন না ; কহিলেন, “এক সময়ে এই পদের জন্য অনেক বি, এ ; এম, এ, উমেদার জুটিবে সত্য, কিন্তু এক্ষণে চাকুরীর এমন অবস্থা হয় নাই যে, তুমি এন্টান্স, পাশ করিয়া এ কাজে প্রবৃত্ত হও । যাহা হউক আর কিছু দিন অপেক্ষা করিয়া থাক, ভবিষ্যতে কোন কাজ কৰ্ম্ম খালি হইলে যাহাতে তুমি পাও, তৎপক্ষে বিশেষ যত্ন করা যাইবে।” ইন্দ্র । বরুণ ! ছোট আদালতে আর কি হয় ? বরুণ । এখানে দেনদারের নামে পাওনাদারেরা সৰ্ব্বদা নালিশ করিয়া থাকে এবং সময়ে সময়ে দস্তক করিয়া টাকা আদায় করিতেও ছাড়ে না। ব্ৰহ্মা । দস্তক কি ? বরুণ। দেনদীর সক্ষম হইয়া টাকা না দিলে পাওনাদার তাহাকে জবা করিবার অভিপ্রায়ে খোরাকী আমানত করিয়া জেলে দিয়া থাকে । ইন্দ্র । এমন লোক অাছে—ঋণ করিয়া পরিশোধ করে না ? বরুণ। বিস্তর ; ঐ মহাত্মারা কেবল নিতেই জানেন, দেওয়া তাহদের কোঠিতে লিখে নাই। " এই সময়ে দেবগণ দেখেন, একটি বেঙ্গ উপপতির নামে নালিশ করিবার অভিপ্রায়ে মোক্তারদিগের সহিত পরামর্শ করিতেছে। বেঙ্গ কহিতেছে, “তাহার একজন উপপতি খত লিখিয়া দিয়া দুই তিন মাস যাতায়াত ebo